Listen to the latest songs, only on JioSaavn.com
 

রোহিত-কোহলি সমস্যার কথা কোনও হতাশ ক্রিকেটারের বানানো, দাবি গাভাস্কারের

Updated: 09 August 2019 19:37 IST

গাভাস্কার মনে করিয়ে দেন, কপিল দেবকে ১৯৮৪-৮৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে দল থেকে বাদ দেওয়ার সব দায় তাঁর কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল।

Gavaskar Said That Kohli And Rohit Rift Given Wings By Frustrated Player
বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, তাঁর আর রোহিতের মধ্যে কোনও ফাটল নেই। © এএফপি

রোহিত-কোহলি (Virat Kohli) সম্পর্কে নাকি ফাটল ধরেছে। বিশ্বকাপের সময় থেকেই এই গুজব ছড়িয়ে পড়েছিল ভারতীয় ক্রিকেটমহলে। প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) জানিয়ে দিলেন, এমন গুজবের কথা শুনে তাঁর মনে পড়ে যাচ্ছে নিজের খেলোয়াড় জীবনের কথা। সেই সময় কপিল দেবের (Kapil Dev) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নাকি এমন গুজব ছড়ানো হয়েছিল। বৃহস্পতিবার ‘স্পোর্টস স্টার'-এ এই বিষয়ে কলামেনিজের মত জানান গাভাস্কার। তিনি জানান, এমন গুজব ছাড়া ছড়ায়, তারা ভারতীয় ক্রিকেটের ভাল চায় না। বিশ্বকাপ সেমিফাইনালে ভারত হেরে যাওয়ার পর থেকে কোহলির সঙ্গে রোহিতের বিরোধের গুজব এক নতুন মাত্রা পায়।

বৈঠক না করেই বিরাটকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকার

গাভাস্কার তাঁর কলামে লেখেন, ‘‘যেই এটা শুরু করে থাকুক সে ভারতীয় ক্রিকেটের হিতাকাঙ্ক্ষী নয়। সাধারণত দলের কোনও হতাশায় ভোগা খেলোয়াড় এই ধরনের গুজব তৈরি করে। তার হিংসাত্মক মনোভাব দলের পক্ষে ক্ষতিকারক। এরপর কোনও কোনও প্রশাসক এটাকে কাজে লাগিয়ে নিজেদের রাজনীতির খেলা খেলতে থাকেন।''

দলের ড্রেসিংরুম খুবই বন্ধুত্বপূর্ণ, জানালেন অধিনায়ক কোহলি

গাভাস্কার মনে করিয়ে দেন, কপিল দেবকে ১৯৮৪-৮৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে দল থেকে বাদ দেওয়ার সব দায় তাঁর কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল।

তিনি জানান, ‘‘যখন কপিল বাদ পড়েছিল একটি টেস্টের জন্য, ১৯৮৪-৮৫ সালে কলকাতায় ভারত ও ইংল্যান্ড টেস্টে, তখন পুরো দায়টা দিব্যি আমার কাঁধেই চাপানো হয়েছিল। কিন্তু সত্যিটা হল, ওকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আমার ছিল ‌না। প্রয়াত হনুমন্ত সিংহ, তৎকালীন নির্বাচন কমিটির সদস্য এক লেখায় সেটা জানান এক বছর পরে।''

এর আগে গাভাস্কার ভারতীয় নির্বাচন কমিটিকে একহাত নেন বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে পুনর্নিয়োগ করার ব্যাপারে। তাঁর অভিযোগ ছিল, কোনও বৈঠক ছাড়াই কোহলিকে অধিনায়ক করার পদ্ধতি ঠিক নয়।

Comments
হাইলাইট
  • দলের কোনও হতাশায় ভোগা খেলোয়াড় এমন গুজব তৈরি করে, মত গাভাসকারের
  • তিনি জানান, এমন গুজব ছাড়া ছড়ায়, তারা ভারতীয় ক্রিকেটের ভাল চায় না
  • কোহলির সঙ্গে রোহিতের বিরোধের গুজব এক নতুন মাত্রা পায় বিশ্বকাপের পরে
সম্পর্কিত খবর
এমএস ধোনি চুপচাপই ক্রিকেটকে বিদায় জানাবেন, মনে করেন সুনীর গাভাস্কার
এমএস ধোনি চুপচাপই ক্রিকেটকে বিদায় জানাবেন, মনে করেন সুনীর গাভাস্কার
সৌরভকে কী এমন বলেছিলেন বিরাট যাতে চটে গিয়ে গাভাস্কার বললেন এই কথা?
সৌরভকে কী এমন বলেছিলেন বিরাট যাতে চটে গিয়ে গাভাস্কার বললেন এই কথা?
3rd T20I: চার নম্বরে কে নামবে, ‘কেবিসি’-র মতো গাভাস্করের প্রশ্ন
3rd T20I: চার নম্বরে কে নামবে, ‘কেবিসি’-র মতো গাভাস্করের প্রশ্ন
নিজে থেকেই সরে দাঁড়ানো উচিৎ এমএস ধোনির, মনে করেন সুনীল গাভাস্কার
নিজে থেকেই সরে দাঁড়ানো উচিৎ এমএস ধোনির, মনে করেন সুনীল গাভাস্কার
এরপরেও দলে স্থায়ী জায়গা না পেলে কীভাবে পাবে, শ্রেয়াস আয়ার প্রসঙ্গে গাভাস্কার
এরপরেও দলে স্থায়ী জায়গা না পেলে কীভাবে পাবে, শ্রেয়াস আয়ার প্রসঙ্গে গাভাস্কার
Advertisement