
কিংবদন্তি লেগস্পিনার Shane Warne ইংল্যান্ডের প্রাক্তন উইকেট রক্ষক ম্যাট প্রায়রকে একহাত নিলেন। তাঁর আচরণকে ‘‘বোকা বোকা ও অপরিণত'' বলে জানালেন শেন। তৃতীয় Ashes 2019 টেস্টের পর অজি স্পিনার নাথান লিয়নকে টুইটে খোঁচা দেন প্রায়র। তারই প্রতিবাদে এই টুইট করেন শেন ওয়ার্ন। প্রায়রের সঙ্গে লিয়নের গণ্ডগোল শুরু হয় বছর দুয়েক আগে। ২০১৭-১৮ সালের অ্যাশেজের সময় নাথান লিয়ন দাবি করেন, ম্যাট প্রায়র নাকি ভয় পেয়ে ইংল্যান্ডে পালিয়ে যেতে চেয়েছিলেন। ২০১৭-১৮ সালেরই ব্রিসবেন টেস্টের সময় লিয়ন আবারও এক দাবি করেন। তাঁর বক্তব্য ছিল, অস্ট্রেলিয়ার পেস আক্রমণ ইংল্যান্ডের খেলোয়াড়দের কেরিয়ার শেষ করে দিতে পারে।
অ্যাশেজে বেন স্টোকস ঝড়! আগের রাতে কী খেয়েছিলেন জানালেন ‘বিগ বেন'
হেডিংলে টেস্টে এক উইকেটে জয়লাভ করে ইংল্যান্ড। ম্যাচ জয়ের পরে তাঁকে খোঁচা মেরে এই টুইটটি করেন ম্যাট প্রায়র।
Excuse me? Just because Lyon knocked you over for fun, there's still no need for that kind of silly and immature behaviour. Grow up, and enough of those stupid comments. Let's celebrate the wonderful game of test cricket & the Ashes please ! https://t.co/lxaLjISJzY
— Shane Warne (@ShaneWarne) August 26, 2019
এর জবাবে ওয়ার্ন লেখেন, ‘‘এক্সকিউজ মি? তোমার সঙ্গে লিয়ন মজা করে তোমাকে খোঁচা দিয়েছিল বলে তোমার এমন বোকা বোকা ও অপরিণত মন্তব্যের কোনও অর্থ নেই। পরিণত হও। অনেক হয়েছে এই সব বোকা মন্তব্য করে। টেস্ট ও অ্যাশেজের এই সুন্দর খেলাটি উদযাপন করা যাক।''
এখানেই কথার লড়াই থামেনি দুই প্রাক্তন ক্রিকেটারের।
World Cup ফাইনালের ওভারথ্রো ‘ডেড বল' হওয়া উচিত ছিল, জানালেন শেন ওয়ার্ন
প্রায়র লেখেন, ‘‘ও আমাকে খোঁচা মেরেছিল তা নিয়ে আণি চিন্তিত নই। এবং মেনে নিচ্ছি এটা একটা দারুণ ক্রিকেট ম্যাচ। কিন্তু কমেন্ট করলে সব সময়ই পাল্টা সইতে হয় যেহেতু আমরা সবাই জানি...''
২০১৯ সালের অ্যাশেজ এই মুহূর্তে ১-১। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে পরের ম্যাচ। এবার খেলা হবে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে।
রবিবার হেডিংলিতে ইংল্যান্ড ২৮৬-৯ হয়ে যাওয়ার পর বাকি ছিল ৭৩ রান। একাদশ ব্যক্তি জ্যাক লিচকে সঙ্গে করে দলকে এগিয়ে নিয়ে যান বেন স্টোকস। শেষ পর্যন্ত তিনি এনে দেন দুরন্ত জয়। ১১টি বাউন্ডারি ও ৮টি ছক্কা সহযোগে ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন স্টোকস। ইংল্যান্ড অপ্রত্যাশিত জয় পায় ১ উইকেটে।