Listen to the latest songs, only on JioSaavn.com
 

বাবার সঙ্গে যুজবেন্দ্র চাহালের প্রথম টিকটক ভিডিও মিমের বন্যা

Updated: 27 March 2020 01:56 IST

১৫ সেকেন্ডের ভিডিওতে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও তাঁর বাবাকে দেখা যাচ্ছে মজার ডায়লগের সঙ্গে নাচের তালে মাততে।

Yuzvendra Chahals "First TikTok Video With Dad" Turns Into Meme Fest. Watch
যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বাবার সঙ্গে নাচের ভিডিও টুইট করলেন © টুইটার

করোনাভাইরাসের জেরে লকডাউনে গোটা দেশ। সকলকেই গৃহবন্দি হয়ে থাকতে হচ্ছে। ভারতের সঙ্গে সঙ্গে একই পথে হাঁটছে গোটা বিশ্বও। আগামী তিন সপ্তাহ নিজেদের স্বার্থেই কাটাতে হবে এই ভাবে। যাঁরা বাড়িতে থাকার সময় পান না পরিবারকে সময় দিতে পারেন না তাঁদের জন্য এই সময়টা কাছের মানুষদের সঙ্গে কাটানোর। ঠিক যেম‌নটা করছেন ক্রিকেটাররা। প্রত্যেকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর তিনি যদি হন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) তাহলে সেই সময় কাটানো যে অনেকটাই ব্যাতিক্রমী হবে তা নিয়ে কোনও সংশয় থাকার কথা নয়। এ বার তিনি তাঁর সেলফ কোয়ারিন্টাইনে থাকার সময়ে বাবার সঙ্গে টিকটক ভিডিও পোস্ট করলেন। বৃহস্পতিবার চাহাল একটি ভিডিও টুইট করলেন, যেখানে ১৫ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাবা-ছেলে মজার ডায়লগের সঙ্গে নাচছেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘‘আমার প্রথম টিকটক ভিডিও বাবার সঙ্গে, হ্যাশট্যাগে কোয়ারিন্টাইন ও স্টেসেফ।'' এই ভিডি নিয়ে মজার মিম হতে সময় নেয়নি।

দেখুন সেই মিম:

চাহালের এটিই প্রথম মজার ভিডিও এমনটা নয় সোশ্যাল মিডিয়ায়। অতীতেও তিনি এমন কাণ্ড কারখানা ঘটিয়েছেন এবং যা নিয়ে মেতেছেন ফ্যানরা। কিছুদিন আগেই এক অচেনা মহিলার সঙ্গে একটি টিকটক ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যা ভাইরাল হয়ে গিয়েছিল। 

চাহাল শেষ দেশের হয়ে খেলেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও ওডিআই সিরিজে। যেখানে ভারত ৫-০তে টি২০ সিরিজ জিতলেও ৫- ওভারের সিরিজ ৩-০তে হেরে গিয়েছিল।

এরপর চাহালের সামনে ছিল আইপিএল। তিনি খেলেন বিরাট কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। কিন্তু করোনাভাইরাসের কারণে আইপিএলও স্থগিত রাখা হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত কিন্তু এ বারের আইপিএল হওয়া নিয়ে সংশয় রয়েছে।

Comments
হাইলাইট
  • যুজবেন্দ্রা চাহাল টুইটে মজার টিকটক ভিডিও পোস্ট করে নজর কেড়ে নিলেন
  • যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর বাবার সঙ্গে নাচে মেতেছেন
  • ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে মিম
সম্পর্কিত খবর
আইপিএল নিয়ে তখন কথা বলব যখন জীবন স্বাভাবিক হবে, চাহালকে বললেন রোহিত
আইপিএল নিয়ে তখন কথা বলব যখন জীবন স্বাভাবিক হবে, চাহালকে বললেন রোহিত
বাবার সঙ্গে যুজবেন্দ্র চাহালের প্রথম টিকটক ভিডিও মিমের বন্যা
বাবার সঙ্গে যুজবেন্দ্র চাহালের প্রথম টিকটক ভিডিও মিমের বন্যা
অবসরে টিক টিক ভিডিওতে মাতলেন যুজবেন্দ্র চাহাল, দেখুন সেই ভিডিও
অবসরে টিক টিক ভিডিওতে মাতলেন যুজবেন্দ্র চাহাল, দেখুন সেই ভিডিও
শ্রেয়াস আয়ার ও হার্দিক পাণ্ড্যের ব্রোমান্স দেখলে চমকে যাবেন
শ্রেয়াস আয়ার ও হার্দিক পাণ্ড্যের ব্রোমান্স দেখলে চমকে যাবেন
কুলদীপের খারাপ পারফরম্যান্সের পরে তাঁর পাশে দাঁড়ালেন ফিল্ডিং কোচ শ্রীধর
কুলদীপের খারাপ পারফরম্যান্সের পরে তাঁর পাশে দাঁড়ালেন ফিল্ডিং কোচ শ্রীধর
Advertisement