
বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) রেকর্ডের উপরই রয়েছেন। কখনও গড়ছন তো কখনও ভাঙছেন। তৃতীয় একদিনের ম্যাচের আগে তেমনই রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়ক। রোহিত নামেন ওপেন করতে। বিরাট নামেন তিন নম্বরে। আর এক ওপেনার আউট হয়ে গেলেই রোহিত ও বিরাট (Rohit-Virat) মিলে অনেক কঠিন ম্যাচ উতরে দেওয়া দিয়েছেন তাঁদের যৌথ ব্যাটে। এবার দু'জনের সামনে ইতিহাস তৈরি করার সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে বুধবার কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত (India)। সেই ম্যাচে দু'জনে মিলে যদি ২৭ রান করেন তাহলে বিরাট-রোহিতই প্রথম জুটি হবেন যাঁরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০০ রান করে ফেলবেন।
দ্বিতীয় একদিনের ম্যাচে দারুণভাবে ফর্মে ফিরেছেন কোহলি। করে ফেলেছেন তাঁর ওডিআই কেরিয়ারের ৪২তম সেঞ্চুরিটি। তাঁর ম্যাচ উইনিং ব্যাটিংয়ের দৌলতেই তিনি ছাপিয়ে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ভারতের দ্বিতীয় সফল ওডিআই ব্যাটসম্যান হয়ে গিয়েছেন তিনি।
West Indies Vs India, 3rd ODI Preview: শিখর ধাওয়ানের ফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে
তাঁর সামনে রয়েছেন শুধুমাত্র সচিন তেন্ডুলকর। একদিনের ক্রিকেটের ইতিহাসে সবোর্চ্চ রান রয়েছেন সচিনের দখলেই।
এই একই ম্যাচে রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন কুলদীপ যাদবও। ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০ উইকেটের সামনে দাঁড়িয়ে তিনি। ২৪ বছরের এই বোলার ৫৩টি একদিনের ম্যাচে ৯৬ উইকেট নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। ১০০ উইকেটের মাইলস্টোন থেকে মাত্র চার উইকেট দূরে রয়েছেন তিনি।
India vs West Indies, 3rd ODI: কখন, কোথায় দেখবেন ম্যাচের লাইভ
তৃতীয় একদিনের ম্যাচে যদি তিনি চার উইকেট নিতে পারেন তাহলে তিনিই হয়ে যাবেন দ্রুততম ১০০ উইকেটের মালিক। তাহলে তিনি ছাপিয়ে যাবেন মহম্মদ শামিকে। তিনি ৫৬ ম্যাচ নিয়েছিলেন ১০০ উইকেটে পৌঁছতে।
তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ ৫৯ রানে জিতে নিয়েছিল ভারত। যার ফলে সিরিজে ১-০তে এগিয়ে যায় তারা। শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বিরাটরা। টি২০ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যাত্রা শুরু করেছিল ভারত। সেটাও ৩-০তে জিতে নিয়েই একদিনের সিরিজ খেলতে নেমেছিল।
(তথ্য আইএএনএস)