
রবিবার নয়া কৃতিত্ব অর্জন করলেন ইয়ন মর্গান। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক (Eoin Morgan) টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ওই দেশের প্রথম খেলোয়াড় হিসাবে ২০০০ রান গড়ার রেকর্ড গড়লেন। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে পঞ্চম টি-টোয়েন্টিতে মর্গান ১৭ রান করেন, রবিবার বৃষ্টির কারণে দুই দলকেই ১১ ওভার ব্যাট করতে হয়। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান শোয়েব মালিক, নিউজিল্যান্ডের (New Zealand) ওপেনার মার্টিন গাপ্তিল, বিরাট কোহলি ও রোহিত শর্মার পরে সপ্তম ব্যাটসম্যান হিসাবে ওই কৃতিত্ব গড়লেন ইংল্যান্ডের (England) ক্রিকেটার মর্গান ।
২৫৩৭ রান করে ওই ৭ জন ব্যাটসম্যানের মধ্যে সবার উপরে রয়েছেন রোহিত শর্মা এবং ২৪৫০ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।
মর্গানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন ইংল্যান্ডের খেলোয়াড় আলেক্স হেলস, যিনি তার আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি ঘোষণার আগে ১৬৪৪ রান করেছিলেন। এরপরেই ১২৬০ রান করে পরবর্তী স্থানে রয়েছেন জোস বাটলার।
ক্রিকেট ব্যাটের পরিবর্তে এমএস ধোনির হাতে এখন টেনিস র্যাকেট
ইংল্যান্ড সুপার ওভারে নিউজিল্যান্ডকে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজটি জিতে নিয়েছে। জয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক বলেছিলেন যে অকল্যান্ডে এই খেলাটি হওয়ায় তিনি বেশ অবাকই হয়েছিলেন ।
ম্যাচের পর মর্গান বলেন, "আমি আবহাওয়ার সঙ্গে লড়াই করে এই ম্যাচটি জিততে পেরে খুব আনন্দিত হয়েছি"।
"আমরা দলে কয়েকটি পরিবর্তন করেছি এবং আমার ছেলেরা সত্যিই ভাল কাজ করেছে। ব্ল্যাক ক্যাপস আবারও ভাল খেলেছে, ওরা সত্যিই ভাল বোলিং করেছে । তবে সুপার ওভারে দুর্দান্ত খেলেছেন ক্রিস জর্ডন, যেভাবে চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়", বলেন তিনি ।
অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম পোস্ট দেখে কেন হেসে ফেললেন Virat Kohli
তবে এই ম্যাচটিতে ভাল ব্যাট করার জন্যে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো । নিউজিল্যান্ড ১১ ওভারে ১৪৬/৫ স্কোর করে, পাল্টা ব্যাটিং করতে নেমে বেয়ারস্টো যেভাবে দ্রুত ৪৭ রান করেন এবং যোগ্য সহায়তা করেন টেল এন্ডাররা তাতে নিউজিল্যান্ডের সঙ্গে সমান তালে পাল্লা দিতে সমর্থ হয় ইংল্যান্ড।
ম্যাচের পরে বেয়ারস্টো বলেন যে তাঁর টি টেন খেলার অভিজ্ঞতা এই ম্যাচে কাজে এসেছে।
টি-টোয়েন্টি সিরিজের পর এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। প্রথম টেস্টটি ২১ নভেম্বর থেকে শুরু হবে মাউন্ট মৌনগানুইয়ে এবং দ্বিতীয় ম্যাচটি খেলা হবে হ্যামিল্টনে, ওই টেস্ট শুরু হবে ২৯ নভেম্বর থেকে।