Ashes: শেষ দুই ম্যাচ থেকেও ছিটকে গেলেন জেমস অ্যান্ডারসন

Updated: 30 August 2019 22:11 IST

পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে হচ্ছে অ্যান্ডারসনকে (Anderson)। শুক্রবার একথা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

England Great James Anderson Out Of The Rest Of The Ashes With A Calf Injury
Ashes 2019: ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। © এএফপি

অ্যাশেজ (Ashes 2019) থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson)। কাফ মাসলে চোট পেয়ে আগেই ইংল্যান্ড দল থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। এবার জানা গেল পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে হচ্ছে অ্যান্ডারসনকে (Anderson)। শুক্রবার একথা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী অ্যান্ডারসন। অ্যাশেজের প্রথম টেস্টে খেলেছিলেন তিনি। কিন্তু মাত্র চার ওভার বল করতে পারেন এজবাস্টনের প্রথম টেস্টে। অস্ট্রেলিয়া ওই ম্যাচে ২৫১ রানে জেতে। ল্যাঙ্কাশায়ারের ৩৭ বছরের পেস বোলার চতুর্থ টেস্টে হয়তো খেলতে পারবেন, এমন আশা ছিল। আগামী বুধবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তিনি খেলবেন এমন আশা অনেকেই করেছিলেন। কিন্তু ডারহামের বিরুদ্ধে একটি ম্যাচে বোলিং করেন অ্যান্ডারসন। এরপরই শেষ দু'টি টেস্টের জন্য তাঁকে আনফিট ঘোষণা করা হয়।

ইসিবি একটি বিবৃতিতে জানাচ্ছে, ‘‘ইংল্যান্ড ও ল্যাঙ্কাশায়ারের সিমার জেমস অ্যান্ডারসন অ্যাশেজের বাকি সিরিজ থেকেও ছিটকে গেলেন।''

নাথান লিয়নকে খোঁচা মেরে শেন ওয়ার্নের রোষের মুখে ইংল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক

ওই বিবৃতিতে আরও জানানো হয়, ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় তিনি ডান কাফ মাসলে ব্যথা অনুভব করেন। ২০তম ওভারে বল করার সময় ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয় এবং তিনি মাঠ ছাড়েন।

পরে ইসিবি মেডিক্যাল টিম জানায়, শেষ দু'টি ম্যাচে মাঠে নামা হবে না অ্যান্ডারসনের।

ICC বেন স্টোকসের প্রশংসা করে সচিনকে বিদ্রূপ করায় ক্ষোভ ফ্যানদের

অ্যান্ডারসন বাদ চলে যাওয়ায় সমারসেটের ক্রেগ ওভারটন ত্রয়োদশ ব্যক্তি হিসেবে চতুর্থ টেস্টে সুযোগ পেয়েছেন।

১৪৯টি টেস্ট খেলে ২৬.৯৪ গড়ে অ্যান্ডারসন ৫৭৫টি উইকেট পেয়েছেন।

টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় অ্যান্ডারসন রয়েছেন চার নম্বরে।

এই মুহূর্তে অ্যাশেজ রয়েছে ১-১ পরিস্থিতিতে। তৃতীয় টেস্টে নাটকীয় ভাবে ১ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। হেডিংলির ওই ম্যাচে বেন স্টোকস অপরাজিত ১৩৫ রান করে দলকে জয় এনে দেন। শুরুতে ৫০ বল খেলে মাত্র ২ রান করতে পেরেছিলেন তিনি। কিন্তু শেষে তিনিই ঝোড়ো ব্যাটিং করে ইতিহাস গড়েন।

Comments
হাইলাইট
  • কাফ মাসলে চোট পেয়ে অ্যাসেজের বাইরে অ্যান্ডারসন
  • ১৪৯টি টেস্ট খেলে ২৬.৯৪ গড়ে অ্যান্ডারসন ৫৭৫টি উইকেট পেয়েছেন
  • এই মুহূর্তে অ্যাশেজ রয়েছে ১-১ পরিস্থিতিতে
সম্পর্কিত খবর
Ashes: শেষ দুই ম্যাচ থেকেও ছিটকে গেলেন জেমস অ্যান্ডারসন
Ashes: শেষ দুই ম্যাচ থেকেও ছিটকে গেলেন জেমস অ্যান্ডারসন
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট কোহলি
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট কোহলি
অবিশ্বাস্য জোড়া সেঞ্চুরির পরেও ওভালে হেরে 1-4 সিরিজ শেষ কোহলিদের
অবিশ্বাস্য জোড়া সেঞ্চুরির পরেও ওভালে হেরে 1-4 সিরিজ শেষ কোহলিদের
জানেন কাদের বোলিংয়ের ভিডিও দেখে ইংল্যান্ডে ভাল বল করলেন Mohammed Shami
জানেন কাদের বোলিংয়ের ভিডিও দেখে ইংল্যান্ডে ভাল বল করলেন Mohammed Shami
ব্যাটিং বিপর্যয় ভারতের, ওভাল 1-4 এর গন্ধে মহমহ
ব্যাটিং বিপর্যয় ভারতের, ওভাল 1-4 এর গন্ধে মহমহ
Advertisement