Australia vs New Zealand: ডিআরএস নিয়ে নতুন নাটক এমসিজিতে, দেখুন

Updated: 28 December 2019 16:34 IST

Australia vs New Zealand: শনিবার মিচেল সাঁতনারের আউট ঘিরে তোলপাড় এমসিজি।

Australia vs New Zealand: Fresh DRS Drama At MCG After Controversial Mitchell Santner Decision. Watch
Mitchell Santner রিভিউতে নট-আউট থাকেন © এএফপি

শুক্রবার অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন একহাত নিলেন ডিসিশন রিভিউ সিস্টেমকে (DRS)। তিনি জানান, এই ঘটনা তাঁকে হতাশ করেছে এবং তিনি ক্ষুব্ধ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের ঘটনা। শনিবার নতুন ঘটনা ঘটল ডিআরএস নিয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মিচেল সাঁতনার আউট থেকে বেঁচে যাওয়ার পর নতুন করে ডিআরএস নিয়ে তৈরি হয়েছে নাটক। খালি চোখে যেটা মনে হয়েছিল বল সাঁতনারের ডান গ্লাভসের ব্যান্ডে লেগে যায় বল। যেখানে মনে করা হয় ব্যাটেও লেগেছে বল। এর পর তৃতীয় আম্পায়ার আলিম দারের সঙ্গে কথা বলেন ফিল্ড আম্পায়াররা এবং তাঁরা নট-আউট দেন। 

অস্ট্রেলিয়া নিশ্চিত ছিল তিনি আউট ছিলেন। রিপ্লেতে দেখা যায় বল ব্যাটসম্যানের রিস্টব্যান্ডে লেগেছে। কিন্তু আলিমদারের সিদ্ধান্তে সাঁতনার টিকে যান।

দেখুন সেই বিতর্কীত ঘটনার ভিডিও:

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেমস প্যাটিনসন ফক্স ক্রিকেটকে বলেছেন তৃতীয় দিনের লাঞ্চ ব্রেকে, ‘‘এটা দেখে মনে হচ্ছিল বল সোয়েটব্যান্ডে লেগেছে।''

তিনি বলেন, ‘‘আমার মনে হয় অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গেই যাওয়া উচিৎ ছিল। কিন্তু তা নিয়ে জল্পনা রয়েছে।'' 

আলিম দারের সিদ্ধান্তে রীতিমতো রেগে যান প্রাক্তন অস্ট্রেলিয়ান রিকি পন্টিং।

পন্টিং বলেন, ‘‘দিনের আলোর মতো পরিষ্কার ছিল যা মিস করে গেল তৃতীয় আম্পায়ার। কেউ যদি এটা সঠিক পদ্ধতিতে করতে না পারে তাহলে তার তা করা উচিৎ।''

‘‘সোয়েটব্যান্ড ঘুরে গিয়েছিলে বল হাতে লাগার আগে। আমার মতে, এটাই সব থেকে বড় প্রমান।''

সাঁতনার ক্রিজে টিকে যান, যদিও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। প্যাটিনসনের তিন উইকেটে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

প্যাআট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে ভেঙে পনে নিউজিল্যান্ড। ১৪৮ রানে অল-আউট হয়ে যাওয়ার পর বড় হারের সামনে কিউইরা। 

বিশ্বের এক নম্বর টেস্ট বোলার প্যাট কামিন্স দিন শেষ করেন ৫-২৮-এ।

অস্ট্রেলিয়া যদিও ফলো-অন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নামে। টি-ব্রেকে ২৮ রান করছে কোনও উইকেট না হারিয়ে।

Comments
হাইলাইট
  • মিচেল সাঁতনারের আউট ঘিরে ডিআরএস নিয়ে বিতর্ক
  • বল সোয়েটব্যান্ডে লাগলেও তৃতীয় আম্পায়ার আউট দেননি
  • নিউজিল্যান্ড ১৪৮ রানে অল-আউট হয়ে যায়
সম্পর্কিত খবর
Australia vs New Zealand: ডিআরএস নিয়ে নতুন নাটক এমসিজিতে, দেখুন
Australia vs New Zealand: ডিআরএস নিয়ে নতুন নাটক এমসিজিতে, দেখুন
নো-বল বিতর্কে ধোনির পাশে দাঁড়ালেন সৌরভ
নো-বল বিতর্কে ধোনির পাশে দাঁড়ালেন সৌরভ
IPL 2019: ম্যাচ ফি-র ৫০ শতাংশ কাটা গেল এমএস ধোনির
IPL 2019: ম্যাচ ফি-র ৫০ শতাংশ কাটা গেল এমএস ধোনির
আইপিএল ২০১৯: অভিষেকেই বাজিমাত করতে পারেন যাঁরা
আইপিএল ২০১৯: অভিষেকেই বাজিমাত করতে পারেন যাঁরা
Advertisement