
Misbah-ul-Haq পাকিস্তান ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব তুলে নিলেন। তবে একটি অভিনব উদ্যোগ নিল Pakistan Cricket Board। হেড কোচের হাতেই রেখে দেওয়া হল সিনিয়র দল নির্বাচনের মুখ্য দায়িত্ব।বুধবার পিসিবির তরফে এই ঘোষণা করে জানানো হল, পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের হেড কোচ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকেই নির্বাচক কমিটির প্রধান হিসেবে বেছে নেওয়া হল। Waqar Younis -কে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। দু'জনের সঙ্গেই তিন বছরের চুক্তি করা হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার সঙ্গে সঙ্গে ছ'টি প্রথমশ্রেনীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোচদেরও মাথায় থাকবেন মিসবা-উল-হক।
পিসিবির মিডিয়া রিলিজ অনুযায়ী পাঁচ সদস্যের নির্বাচক কমিটি কোনও বিতর্ক ছাড়াই মিসবাকে বেছে নিয়েছেন এই দায়িত্বের জন্য।
সঞ্জয় বাঙ্গার সাপোর্ট স্টাফ নির্বাচন নিয়ে নির্বাচকদের সঙ্গে বিতর্কে জড়ালেন
২০১৭তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মিসবা। তিনি বলেন, ‘‘পাকিস্তান জাতীয় দল এবং সেরা একটি দলের কোচ হিসেবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। আমার কাছে এটা গর্বের। বা তার থেকেও বেশি। এটা একটা বিরাট দায়িত্ব কারণ আমরা ক্রিকেটের মধ্যেই বাঁচি, নিঃশ্বাস নিই।''
মিসবা আরও বলেন, ‘‘আমি জানি প্রত্যাশা অনেকবেশি কিন্তু কিন্তু আমি আমার তৈরি আমার দায়িত্ব পালনের জন্য না হলে আমি নিজের নাম ওই দায়িত্বের জন্য কখনওই আনতাম না। যেটা পাকিস্তান ক্রিকেটের সব থেকে চ্যালেঞ্জিং ভূমিকা।''
পিসিবি এও জানিয়েছে, মিসবা-র মতামতের উপর ভিত্তি করেই বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে ওয়াকার ইউনিসকে। এবং তিন বছরের চুক্তিও করা হয়েছে।
পাকিস্তান কোচ মিকি আর্থারের সঙ্গে নতুন চুক্তি করছে না পিসিবি
মিসবা-ওয়াকার জুটির প্রথম লড়াই ঘরের মাঠেই। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজ। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আশানুরূপ ফল পায়নি পাকিস্তান। নক-আউট পর্বে পৌঁছতে পারেনি অল্পের জন্য।
এই জুটির প্রথম ওয়ার্ল্ড টেস্ট সিরিজে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার। সেখানে ব্রিসবেনে ২১ থেকে ২৫ নভেম্বর ও অ্যাডিলেডে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর দুটো টেস্ট খেলবে পাকিস্তান।
এর আগে জুটি বেধে মিসবা ও ওয়াকার কাজ করেছেন ২০১৪ থেকে ২০১৬তে।
(তথ্য আইএএনএস)