MS Dhoni এখন জয়পুরে, ধরা দিলেন নতুন লুকে, ভিডিও ভাইরাল

Updated: 25 August 2019 18:45 IST

মাহির দেখা মিলল জয়পুরে। একেবারে নতুন লুকে। জয়পুর বিমানবন্দরে কালো ফেট্টি মাথায় ঝকঝকে লুকে দেখা দিলেন তিনি।

MS Dhoni Spotted In Jaipur Sporting A New Look: Viral Video
কালো ফেট্টি মাথায় ঝকঝকে লুকে জয়পুরে দেখা দিলেন ধোনি। © টুইটার

তিনি এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে নেই। তবুও খবররের শিরোনামে রয়েছেন MS Dhoni। দু'মাসের জন্য খেলা থেকে ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন তিনি। আগেই জানিয়ে দিয়েছিলেন, West Indies সফরে যেতে ইচ্ছুক নন তিনি। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাশ্মীরে ছিলেন ৩৭ বছরের তারকা ক্রিকেটার। গত সপ্তাহেই কাশ্মীরে সেনাদের সঙ্গে সময় কাটিয়ে ফিরে এসেছেন ভারতীয় সেনার সম্মাননীয় লেফটেন্যান্ট কর্নেল ধোনি। এবার মাহির দেখা মিলল জয়পুরে। একেবারে নতুন লুকে। জয়পুর বিমানবন্দরে কালো ফেট্টি মাথায় ঝকঝকে লুকে দেখা দিলেন তিনি। এরই মধ্যে ধোনির এই নয়া লুকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Arun Jaitley Death: জেটলির সম্মানে কালো আর্মব্যান্ড পরে নেমেছে ভারত

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে জানা যাচ্ছে, জয়পুরে ধোনি এসেছেন একটি ইভেন্টে যোগ দিতে। বিমানবন্দরেই তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। ধোনিকে তাঁর গাড়ি পর্যন্ত যেতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়। নিরাপত্তা কর্মীদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত গাড়ির কাছে পৌঁছতে ‌পারেন তিনি। ভিডিওয় দেখা যাচ্ছে, এক ভক্তকে পথ ছেনে দিতে অনুরোধ করছেন ধোনি।

ধোনি দলে না থাকলেও ভারত ওয়েস্ট ইন্ডিজে সীমিত ওভারের দু' সিরিজেই দারুণ জয় পেয়েছে।

টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে কোহলি বাহিনী। বিরাট কোহলি ও নবদীপ সাইনি দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজেও ২-০ জয় পেয়েছে ভারত। বিরাট কোহলি এখানেও দারুণ খেলে দলকে এগিয়ে নিয়ে যান জয়ের সরণিতে।

বিশ্বকাপে পাঁচটি অর্ধশতরান করলেও তিন অঙ্কে পৌঁছনো হয়নি কোহলির। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অবশ্য পরপর দু'টি ওয়ানডেতে শতরান করেছেন তিনি। ৪৩টি শতরানে পৌঁছে এখন কোহলি শচীনের থেকে মাত্র ৬ শতরান দূরে। ওয়ানডেতে সবথেকে বেশি শতরানের কৃতিত্ব এখনও পর্যন্ত দখলে রেখেন শচীন। 

(তথ্যসূত্র: আইএএনএস)

Comments
হাইলাইট
  • মহেন্দ্র সিংহ ধোনির দেখা মিলল জয়পুরে
  • কালো ফেট্টি মাথায় ঝকঝকে লুকে দেখা দিলেন তিনি
  • দু’মাসের জন্য খেলা থেকে ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন মাহি
সম্পর্কিত খবর
আইপিএল-এ এমএস ধোনির বকা খেয়ে অনেক কিছু শিখেছি; Deepak Chahar
আইপিএল-এ এমএস ধোনির বকা খেয়ে অনেক কিছু শিখেছি; Deepak Chahar
ক্রিকেট ব্যাটের পরিবর্তে এমএস ধোনির হাতে এখন টেনিস র‍্যাকেট
ক্রিকেট ব্যাটের পরিবর্তে এমএস ধোনির হাতে এখন টেনিস র‍্যাকেট
এমএস ধোনি আর কুলদীপ যাদবের সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন Yuzvendra Chahal
এমএস ধোনি আর কুলদীপ যাদবের সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন Yuzvendra Chahal
ঋষভের বিশ্রী ভুলে স্টাম্পিং হাতছাড়া, টুইটারে মিমের বন্যা
ঋষভের বিশ্রী ভুলে স্টাম্পিং হাতছাড়া, টুইটারে মিমের বন্যা
চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ধারাভাষ্যে অভিষেক হচ্ছে না ধোনির: রিপোর্ট
চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ধারাভাষ্যে অভিষেক হচ্ছে না ধোনির: রিপোর্ট
Advertisement