Listen to the latest songs, only on JioSaavn.com
 

আইপিএল-এ এমএস ধোনির বকা খেয়ে অনেক কিছু শিখেছি: Deepak Chahar

Updated: 13 November 2019 18:50 IST

Deepak Chahar বলেন, এমএস ধোনির নেতৃত্বে আইপিএল-এ খেলাই তাণকে আ‌ন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দিচ্ছে।

MS Dhoni Scolding Deepak Chahar During IPL Have Helped Him Learn, Says Bowler
Deepak Chahar বলেন তিনি সিএসকে-র হয়ে খেলে অনেক কিছু শিখেছেন © বিসিসিআই/আইপিএল

MS Dhoni না থেকেও ভীষণভাবে ছিলেন ভারতীয় দলের সঙ্গে। সেটা বুঝিয়ে দিল হ্যাটট্রিকম্যান দীপক চাহারের একটি মন্তব্য। আপাতত আলোচনার তুঙ্গে রয়েছেন চাহার। বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে ৩.২ ওভারে ৭ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেওয়া চাহার এখন মধ্যমণি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL)  তিনি খেলেন ধোনির অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০১৮তে তিনি যোগ দিয়েছিলেন সিএসকেতে (CSK)। আর তার পর থেকেই বদলাতে শুরু করে চাহারের ভাগ্য। এবং ধোনির সব থেকে বিশ্বস্ত ক্রিকেটার হয়ে ওঠেন তিনি। আর দেশের হয়ে দুরন্ত সাফল্যের পর সেই সময়টিকে তিনি ভোলেননি যা তাঁকে ধোনি এনে দিয়েছিলেন। তাঁর হার্ড ওয়ার্ক ছাড়াও তিনি তাঁর সাফল্যের জন্য কৃতিত্ব দিচ্ছে সিএসকে অধিনায়ক ধো‌নিকে। 

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে চাহার বলেন, ‘‘আমি সব কৃতিত্ব দিচ্ছি আইপিএলকে। আমি সিএসকেতে থাকার সময় অনেক কিছু শিখেছি ধোনিভাইয়ের থেকে। কীভাবে ব্যাটসম্যানের শরীরিভাষা বুঝে তার পর বল করতে হয়।''

হ্যাটট্রিক করা দীপক চাহারকে কী বলে শুভেচ্ছা জানালেন তাঁর বোন

ভারতীয় ক্রিকেট মানেই এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে দীপক চাহার। বল হাতে যেভাবে বাংলাদেশ ব্যাটসম্যানদের ভেলকি দেখিয়েছেন তিনি, তা রেকর্ড। চাপের মধ্যে ছয় উইকেট তুলে নিয়েছেন। যার মধ্যে রয়েছে হ্যাটট্রিকও। যা রান দিয়েছেন তা না দেওয়ার মতই। যার ফলে সিরিজের শেষ ম্যাচ ২-১-এ জিতে নিয়েছে ভারত।

গত বছরই সিএসকের হয়ে আইপিএল-এ অভিষেক হয়েছিল চাহারের। এবং পাওয়ার প্লেতে ধোনির সব থেকে নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে গিয়েছিলেন তিনি। 

চাহার বলে‌ন, ‘‘ধোনিকাছে আমি খুব বকা খেয়েছি, মাঠের মধ্যেও। আর আমি সেই সব পরিস্থিতিতে থেকে ্নেক কিছু শিখেছ।''

"পরিশ্রমের ফল পেলাম": টি টোয়েন্টিতে সেরা বোলিংয়ের পর বললেন Deepak Chahar

চাহার ব্যাখ্যা করে বলেন, ‘‘ও তোমাকে উইকেটের পিছন থেকে লক্ষ্য করবে। এমনটা বার বার হতো। ও যখন বল করার আগে আমাকে কিছু বুঝিয়ে দিত আর আমি উইকেট পেতাম।''

ধোনির থেকে বিশেষ কোনও স্কিল শিখেছে কিনা জানতে চাওয়া হলে চাহার বলেন, ‘‘ডেথ ওভারে বল করাটা মোটেও সহজ নয়। এটাই সব থেকে আসল যেটা আমি ওঁর থেকে শিখেছি। আমি ধোনি ভাইয়ের থেকে যা শিখেছি সেটা আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে সাহায্য করছে।''

চাহার যে সাফল্যের তুঙ্গে রয়েছেন তাঁর প্রমান হল, ভারতের হয়ে দুরন্ত বোলিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে ডোমেস্টিক ক্রিকেটেও হ্যাটট্রিক করে ফেলেছেন তিনি। তিনি পর পর বলে তিনজন বিদর্ভ ব্যাটসম্যানকে ফেরান।

Comments
হাইলাইট
  • দীপক চাহার বলেন তিনি এমএস ধোনির কাছে অনেক বকা খেয়েছেন
  • এমএস ধোনির শাসনই তাঁকে সাহায্য করেছে উন্নতি করতে
  • সিএসকে ও ধোনিকে তাঁর সাফল্যের জন্য কৃতিত্ব দিচ্ছেন দীপক চাহার
সম্পর্কিত খবর
হোলির শুভেচ্ছা জানাতে ক্রীড়াপ্রেমীদের উদ্দেশে টুইট শিখর-হরভজনের
হোলির শুভেচ্ছা জানাতে ক্রীড়াপ্রেমীদের উদ্দেশে টুইট শিখর-হরভজনের
আইপিএল-এ এমএস ধোনির বকা খেয়ে অনেক কিছু শিখেছি; Deepak Chahar
আইপিএল-এ এমএস ধোনির বকা খেয়ে অনেক কিছু শিখেছি; Deepak Chahar
হ্যাটট্রিক করা দীপক চাহারকে কী বলে শুভেচ্ছা জানালেন তাঁর বোন
হ্যাটট্রিক করা দীপক চাহারকে কী বলে শুভেচ্ছা জানালেন তাঁর বোন
"খুব নির্লজ্জ মানুষ তো": দীপক চাহারের হ্যাটট্রিকের পর মজা করে বললেন চাহাল
"খুব নির্লজ্জ মানুষ তো": দীপক চাহারের হ্যাটট্রিকের পর মজা করে বললেন চাহাল
"পরিশ্রমের ফল পেলাম": টি টোয়েন্টিতে সেরা বোলিংয়ের পর বললেন Deepak Chahar
"পরিশ্রমের ফল পেলাম": টি টোয়েন্টিতে সেরা বোলিংয়ের পর বললেন Deepak Chahar
Advertisement