
Conflict Of Interest-এর সব অভিযোগ ওড়ালেন Sachin Tendulkar। সঙ্গে জবাবও দিলেন। তিনি জানিয়ে দিলেন IPL-এর ফ্র্যাঞ্চাইজি Mumbai Indians-এর থেকে তিনি কোনও টাকা নেন না এবং দলের কোনও সিদ্ধান্তের সঙ্গেও তিনি জরিত নন। BCCI-এর Ombudsman DK Jain-এর পক্ষ থেকএ Sachin ও VVS Laxman-কে নোটিস পাঠানো হয়েছিল এই অভিযোগের ভিত্তিতে। কারন ছিল দু'জনেই ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য হওয়া স্বত্বেও টি২০ লিগের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। রবিবার ১৪টি পয়েন্ট দিয়ে সচিন তাঁর বক্তব্য ন্যায়পাল এবং এথিকস অফিসার বিচারপতি ডিকে জৈনকে পাঠান। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্তার অভিযোগের ভিত্তিতে সচিন ও লক্ষ্মণকে নোটিস পাঠনো হয়েছিল।
সচিন তাঁর জবাবে অভিযোগ নিয়েই প্রশ্ন তুলে দেন। তিনি বলেন নোটিসের শুরুতেই সর্বতভাবে অভিযোগের বিষয়বস্তুকেই অস্বীকার করছে। অভিযোগের কোনও স্পষ্টতা নেই বলেও দাবি করেছেন সচিন।
সচিনের জবাবে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও তাঁর সম্পর্কের ব্যাখ্যা দেওয়া হয়েছে। যাতে কোনওভাবেই স্বার্থের সংঘাতের আওতায় পড়ছেন না তিনি। এবং তিনি মুম্বই ইন্ডিয়ান্সে থাকা কালিনই তাঁকে বিসিসিআই-এৱ উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছিল।
তা ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর ভূমিকা খুবই সামান্য। ক্রিকেটারদের উপদেশ দেওয়া এবং তাঁকে গাইড করা ছাড়া আর কিছুই নয়। একজন মেন্টর ম্যানেজমেন্টের অংশ হতে পারে না বলেও দাবি করেছেন সচিন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর একই কারনে এই দুই ক্রিকেটারের কাছে নোটিস গিয়েছিল। প্রায় একই ব্যাখ্যা দিয়েছেন দুই ক্রিকেটার।