
সুপ্রিম কোর্ট (Supreme Court) নিযুক্ত অ্যাপয়েন্টেড কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটটরস বা সিওএ (CoA) সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচ ও অন্যান্য সহকারী কোচের পদের জন্য আবেদন গ্রহণ করা হবে। নতুন কোচ নিয়োগে কমিটির এই দ্রুততায় বিসিসিআই-এর একাংশ বিস্মিত। বিশেষত যেখানে বার্ষিক সভা আর খুব দূরে নেই। আগামী ২২ অক্টোবর বৈঠকের তারিখ। সংবাদ সংস্থা আইএএনএস-কে বোর্ডের এক বর্ষীয়ান আধিকারিক জানিয়েছেন, এর আগে সিওএ সিদ্ধান্ত নিয়েছিল, কোচ ও অধিনায়কের সঙ্গে একটি বৈঠকে বসার। সেখানে বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই সেই বৈঠক না করে কোচের জন্য আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যস্ততার বিষয়টিকে অগ্রাহ্য করা যাবে না।
ওই আধিকারিক জানান, ‘‘এটা অনেক দিক দিয়েই ভুল। প্রথমত নীতি। যখন সিওএ নির্বাচনের তারিখ ঘোষণা করেই দিয়েছে, তখন দ্রুততার সঙ্গে এই নিয়োগ কেন? কোনও বিশেষ কারও ইচ্ছাবশত কোনও বিশেষ কাউকে নির্দিষ্ট আসনে বসানোর জন্য কি?''
কোচসহ বিভিন্ন পদে নতুন নিয়োগ বোর্ডের, আবেদন না জানিয়েই সেই তালিকায় শাস্ত্রীরা
তিনি আরও বলেন, ‘‘একটা অন্য কারণ হতে পারে, বিশ্বকাপের পরে দ্রুত সবকিছু ঠিক করতে গিয়ে এমনটা করা হতে পারে। কেবল ম্যানেজার নয়, প্রত্যেক কোচের থেকেই রিপোর্ট চাওয়া উচিত ছিল। ফিজিও ও ট্রেনারকেও রিপোর্ট জমা দিতে বলা উচিত ছিল।''
এছাড়াও তিনি বলেন, ‘‘ব্যাটিং কোচকে (সঞ্জয় বাঙ্গার) উত্তর দিতে হবে ৪ নম্বর পজিশন নিয়ে ওঠা প্রশ্নের।'' এমনকী বিজয় শঙ্করের চোটের ব্যাপারেও তিনি প্রথম থেকে তিনি জানতেন কিনা, সেটাও জিজ্ঞেস করা উচিত বলে মনে করেন ওই আধিকারিক।
ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচের যোগ্যতা কী হবে জানাল বিসিসিআই
কোচ নির্বাচন নিয়ে ওই আধিকারিকের বক্তব্য, ‘‘এটা নিয়ে প্রবল সংশয় রয়েছে যে, কে আবেদনকারীদের মধ্যে থেকে মনোনয়ন করবে, পুরনো না নতুন। সিওএ হয়তো নতুন সিএসি গঠন করবে। তার ফলে জটিলতা বাড়বে। লোধা রিপোর্ট কোনও সিএসি-র কথা বলেনি। সিওএ নিয়মাবলীতে যা সংযোজন করেছে তা সুপ্রিম কোর্ট মনোনীত নয়। এবং একে চ্যালেঞ্জ করাই যায়।''