Listen to the latest songs, only on JioSaavn.com
 

বিরাট কোহলির মজাদার ছবি পোস্ট করে ক্যাপশন চাইতেই কী এল?

Updated: 21 October 2019 14:37 IST

Virat Kohli মাঠ ও মাঠের বাইরে দারুণ মুডে রয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজে।

Virat Kohlis Funny Reaction Invites Gully Boy Response On BCCIs Post
Virat Kohli ভারতীয় দলকে ১১টেস্ট সিরিজ জয়ের রেকর্ডে নিয়ে গিয়েছেন © টুইটার

Virat Kohli সে তিনি মাঠের মধ্যে থাকুন বা মাঠের বাইরে, তাঁর কর্মকাণ্ড মানুষের নজর কেড়ে নেয় সব সময়ই। মাঠে যখন অজিঙ্ক রাহানে সেঞ্চুরি করে শুভেচ্ছা কুড়োচ্ছিলেন তখন ড্রেসিংরুম থেকেও সব লাইম লাইট কেড়ে নিয়েছিলেন বিরাট কোহলি তাঁর অভিব্যাক্তিতে। এ বার বিরাট কোহলির একটি মজাদার ছবি পোস্ট করল বিসিসিআই। রাঁচি টেস্টে ইতিমদ্যেই চালকের আসনে পৌঁছে গিয়েছে ভারত। যে কারণে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন ক্যাপ্টেন। মাঠের মধ্যে তাঁর এক মজাদার অভিব্যাক্তি ধরা পড়ল BCCI -এর ক্যামেরার চোখে। সেই ছবি টুইটার হ্যান্ডলে পোস্ট করে ফ্যানদেরকে ক্যাপশন দিতে বলল বিসিসিআই। সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল বিরাট কোহলির সেই অভিব্যাক্তির মিম। অনেকেই ‘গালি বয়'এর র‍্যাপ সংয়ের অভিব্যাক্তির সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।

এর ফাঁকেই কেউ কেউ আবার রবি শাস্ত্রীকেও ট্রোল করতে ছাড়লেন না। কোহলির ছবি নিয়ে ট্রোল হয়ে গেলেন রবি শাস্ত্রী।

কেউ কেউ আবার অনুষ্কা শর্মার সিনেমার সঙ্গেও তুলনা করে বসলেন। সেখানে তাঁরা ‘পরি' ও ‘বম্বে ভেলভেট'এর নামও তুলে আনলেন। 

বিরাট কোহলি এই মুহূর্তে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে ব্যস্ত। বিশাখাপত্তনম ও পুণে টেস্ট সহজেই জিতে নিয়েছে ভারত। যার ফলে সিরিজও এসে গিয়েছে ভারতের দখলে। এ বার লক্ষ্য হোয়াইট ওয়াশ করা। জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে এই ম্যাচ জিতে নিতে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও অনেকটাই এগিয়ে যাবে।

এই নিয়ে রেকর্ড ১১তম টেস্ট সিরিজটি জিতে নিল ভারত ঘরের মাঠে।

বিরাট কোহলির নেতৃত্বে আইসিসি টেস্ট টিম র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলেও শীর্ষে রয়েছে ভারত। অনেকটা এগিয়ে রয়েছে ভারত দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে। 

২০০ পয়েন্ট রয়েছে ভারতের অএই মুহূর্তে চার টেস্ট ম্যাচ খেলে। সম সংখ্যক ম্যাচ খেলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। দুই দলেরই রয়েছে ৬০ পয়েন্ট করে। তাদের দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র হয়েছিল।

Comments
হাইলাইট
  • বিরাট কোহলি তাঁর কর্মকাণ্ড দিয়ে সমর্থকদের মাতিয়ে রাখেন সব সময়
  • বিসিসিআই বিরাট কোহলির একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিতে বলল
  • অনেকেই সেই ছবির সঙ্গে গালি বয়ের মিল খুঁজে পেল
সম্পর্কিত খবর
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
সৌরভের মতো অধিনায়ক হিসাবে ততটা সমর্থন পাইনি ধোনি-কোহলির থেকে: যুবরাজ সিং
নিজের মাথা মুড়িয়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিলেন ডেভিড ওয়ার্নার
নিজের মাথা মুড়িয়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিলেন ডেভিড ওয়ার্নার
কোয়ারেন্টাইনে বিরাট কোহলির হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় অনুষ্কা শর্মা
কোয়ারেন্টাইনে বিরাট কোহলির হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় অনুষ্কা শর্মা
২১ দিনের লকডাউনকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করলেন বিরাট কোহলি
২১ দিনের লকডাউনকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করলেন বিরাট কোহলি
হার্দিক পাণ্ড্যের সঙ্গে ছবি পোস্ট করে মানুষকে ঘরে থাকার আবেদন নাতাশা স্তানকোভিচের
হার্দিক পাণ্ড্যের সঙ্গে ছবি পোস্ট করে মানুষকে ঘরে থাকার আবেদন নাতাশা স্তানকোভিচের
Advertisement