Listen to the latest songs, only on JioSaavn.com
 

১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ

Updated: 07 February 2020 11:11 IST

Pakistan vs Bangladesh: নিরাপত্তার কারণে পাকিস্তানে টানা সিরিজ খেলছে না বাংলাদেশ, একটি টেস্ট খেলে ফিরে যাবে দেশে।

Bangladesh Cricket Team Returns To Pakistan For Test Cricket After 17 Years
১৭ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশ টেস্ট দল

পাকিস্তানের ক্রিকেট একটু একটু করে ফিরছে মূলস্রোতে। এ বার ১৭ বছর পর আবার পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে চলেছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় অধ্যায় খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৩-এর পর আবার পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে চলেছেন বাংলাদেশ। প্রথমে সূচি অনুযায়ী তিনটি টি২০ ও দু'টি টেস্ট খেলার কথা ছিল দুই দেশের। তবে টানা পাকিস্তানে থাকতে চায়নি বাংলাদেশ নিরাপত্তার কথা ভেবে। যে কারণে দু'ভাগে ভাগ করা হয় এই দ্বিপাক্ষিক সিরিজ। তিন ম্যাচের টি২০ সিরিজ খেলে দেশে ফিরে গিয়েছিল বাংলাদেশ দল। টি২০ সিরিজ ২-০তে জিতে নিয়েছিল পাকিস্তান। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।

২০০৩-এ বাংলাদেশ পাকিস্তানের কাছে ৩-০তে টেস্ট সিরিজ হেরে গিয়েছিল। এ বার সেই হারের বদ‌লা নেওয়ার পালা। যদিও ফর্মের জন্য প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম। টি২০ সিরিজেও তিনি ছিলেন না দলে।

মঙ্গলবার পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে বাংলাদেশের তিন সদস্যের দল। পাকিস্তান সরকারে নিরাপত্তা বিষয়ক অফিসারদের সঙ্গেই তাঁরা খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থা।

Mustafizur Rahman পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন

পাকিস্তান-বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ওয়ার্ল্ড টেস্ট সিরিজের অন্তর্গত। টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলে বাংলাদেশ দল আবার দেশে ফিরে যাবে এবং এপ্রিলে পাকিস্তানে ফিরবে একটি টেস্ট ও একটি ওয়ান ডে খেলার জন্য।

১০ বছর পর পাকিস্তানের মাটিতে আবার টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। তার পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ পাকিস্তানে খেলতে নেমেছে। ডিসেম্বরে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে ১৬ দিন ছিল। রাওয়ালপিন্ডি ও করাচিতে হয়েছিল ম্যাচ।

২০০৯-এ লাহোরে আতঙ্কবাদী আক্রমণের মুখে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। একাধিক ক্রিকেটার গুরুতর আহত হয়েছিলেন। তার পরের ১০ বছর পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সব ক্রিকেট খেলিয়ে দেশ। শেষ পর্যন্ত যে শ্রীলঙ্কা দলের উপর আক্রমণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল সব দেশ সেই শ্রীলঙ্কাই পাকিস্তান সফরে প্রথম যায়।  

Comments
হাইলাইট
  • প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান
  • একটি টেস্ট খেলেই দেশে ফিরে যাবে বাংলাদেশ দল
  • এপ্রিলে আবার ফিরবে আর একটি টেস্ট ও একটি ওয়ান ডে খেলতে
সম্পর্কিত খবর
করোনাভাইরাসের জন্য সংশয়ে নিউজিল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর
করোনাভাইরাসের জন্য সংশয়ে নিউজিল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর
করোনাভাইরাস আতঙ্কে এ বার টি২০ এশিয়া কাপের আকাশেও মেঘ
করোনাভাইরাস আতঙ্কে এ বার টি২০ এশিয়া কাপের আকাশেও মেঘ
সরকারের ত্রাণ তহবিলে আধা মাসের মাইনে দান করলেন বাংলাদেশের ক্রিকেটাররা
সরকারের ত্রাণ তহবিলে আধা মাসের মাইনে দান করলেন বাংলাদেশের ক্রিকেটাররা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচিংয়ের অফার ফেরালেন সঞ্জয় বাঙ্গার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচিংয়ের অফার ফেরালেন সঞ্জয় বাঙ্গার
অস্ট্রেলিয়া সিরিজের আগে সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে চাইছে বিসিবি
অস্ট্রেলিয়া সিরিজের আগে সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে চাইছে বিসিবি
Advertisement