
দারুণ ছন্দে ভারতীয় বোলিং। এই বোলিংয়ের দাপটেই পর পর সিরিজ জয়। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার Ricky Ponting এরপরও ভারতের থেকে অস্ট্রেলিয়ার বোলিংকেই এগিয়ে রাখছেন। তাঁর মতে, বিভিন্ন পরিস্থিতিতে ভারতের থেকে এগিয়ে অস্ট্রেলিয়ার বোলিংই। তিনি বলেন, "আমি একটি করে সপ্তাহের দিন ধরে ধরে এগোই। ভারতের বোলাররা দারু, জসপ্রিত বুমরা, মহম্মদ সামি অসাধারণ বল করছে গত কয়েক বছর ধরে। তারপরে রয়েছেন উমেশ যাদব, ইশান্ত শর্মা। ভারতের কাছে দারুন কয়েকজন ফাস্ট বোলার রয়েছে। তার সঙ্গে যখন রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুড়ে যায় তাহলে তো ভারতীয় বোলিং অ্যাটাক অসাধারণ একটা পর্যায়ে পৌঁছে যায়।""
তিনি আরও বলেন, "তবে ভারতীয় স্পিনাররা অস্ট্রেলিয়ায় গিয়ে সমস্যায় পড়ে। ভারতের স্পিনারদের থেকে অস্ট্রেলিয়ার মাটিতে নাথান লিয়ঁর রেকর্ড অনেক ভালো। আর আমার ভ্যারিয়েশন বেশি পছন্দ। যেমনটা আছে আমাদের মিচেল স্টার্ক-এর মধ্যে। এই বাঁহাতি সবসময় কিছু আলাদা করতে পারে এবং অস্ট্রেলিয়ার আক্রমনকে অনেক সাহায্য করে।"
অস্ট্রেলিয়া সদ্য ২-০-তে টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। শেষ ম্যাচটি ছিল দিন-রাতে। এই নিয়ে ছ'টি দিন-রাতের টেস্ট খেলল অস্ট্রেলিয়া এবং সবগুলোই তারা জিতে নিল।