Ashes 2019: প্রত্যাবর্তনের টেস্ট স্বর্ণাক্ষরে লেখা থাকল স্টিভ স্মিথের জন্য

Updated: 16 September 2019 19:29 IST

স্মিথ ৭৭৪ রান করে এক টেস্ট সিরিজে ছুঁয়ে ফেললেন সুনীল গাভাস্কারের রেকর্ডকে। গাভাস্কার ৭৭৪ রান করেছিলেন ১৯৭১-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্ট সিরিজে।

Steve Smith, Records And Milestones During Series
Steve Smith অ্যাশেজ দিয়েই এক বছর পর টেস্ট ক্রিকেটে ফেরেন © এএফপি

১২ মাসের নির্বাসন। ক্রিকেট বিশ্ব থেকে রীতিমতো একঘরে হয়ে যাওয়া। মানুষের চোখে অপরাধী হয়ে যাওয়া, সবই ছিল তাঁর জীবনে। আর সেখান থেকেই এই রাজকীয় প্রত্যাবর্তন। যা অ্যাশেজের ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। লেখা থাকবে টেস্ট ক্রিকেটের ইতিহাস আর প্রত্যাবর্তনের কাহিনীতেও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল-বিকৃতি কাণ্ডে নাম জরিয়ে গিয়েছিল তৎকালীন অস্ট্রেলিয়া অধিনায়কের। ভেঙে পড়েছিলেন। ফিরলেন অ্যাশেজে। আর পাঁচ ম্যাচের Ashes 2019 টেস্টের শেষে Steven Smith -এর নামের পাশে লেখা থাকল ৭৭৪ রান, গড় ১১০.৫৭। সঙ্গে তিনটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ব্রিটিশ ফ্যানরাও তাঁকে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানাল। স্মিথ ফিরে পেলেন টেস্ট ক্রিকেট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান।

অনেক রেকর্ড গড়লেন, অনেক ভাঙলেন এই সিরিজে তিনি।

ভেবেছিলাম কোহলিই সেরা, কিন্তু স্মিথের উচ্চতা আলাদা: অস্ট্রেলিয়া কোচ

২০১৯ অ্যাশেজে ৭৭৪ রান করে তিনি তাঁর নিজের রেকর্ডই ভেঙে দিলেন। ২১ শতকে এক সিরিজে তাঁরই ছিল সর্বোচ্চ রান। ২০১৪-১৫তে তাঁর ব্যাট থেকে ভারতের বিরুদ্ধে এসেছিল ৭৬৯ রান।

২০১৭ থেকে ২০১৯-এর মধ্যে স্টিভ স্মিথ টানা ১০ ম্যাচে ৫০-এর উপর রান করেন ইংল্যান্ডের বিরুদ্ধে। যেটা কোনও একটি দলের বিরুদ্ধে সর্বোচ্চ। এর আগে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজামাম উল হকের দখলে ছিল এই রেকর্ড। তিনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ন'টি টানা ৫০-এর রান করেছিলেন।

স্মিথ ৭৭৪ রান করে এক টেস্ট সিরিজে ছুঁয়ে ফেললেন সুনীল গাভাস্কারের রেকর্ডকে। গাভাস্কার ৭৭৪ রান করেছিলেন ১৯৭১-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্ট সিরিজে।

বিরাটকে আরও পিছনে ফেলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে স্টিভ স্মিথ

এর সঙ্গে স্মিথ সেই তালিকায় ঢুকে পড়লেন যাঁরা এক সিরিজে ৭০০-র উপর রান করেছেন। সেই তালিকায় তাঁর আগে জায়গা করে নিয়েছিলেন ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, এভার্টন উইকস ও গ্যারি সোবার্স।

খুব স্বাভাবিক ভাবেই স্মিথকে অস্ট্রেলিয়ার প্লেয়ার অব দ্য সিরিজের জন্য কম্পটন-মিলার পদকে সম্মানিত করা হয়েছে।

Comments
হাইলাইট
  • এক বছরের নির্বাসন কাটিয়ে অ্যাশেজ দিয়েই টেস্ট ক্রিকেটে ফিরেছেন স্মিথ
  • এক সিরিজে ৭৭৪ রান করে তিনি ছুঁয়ে ফেলেছেন সুনীল গাভাস্কারকে
  • অ্যাশেজে অস্ট্রেলিয়ার প্লেয়ার অব দি টুর্নামেন্ট হয়েছেন স্টিভ স্মিথ
সম্পর্কিত খবর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট চলার মধ্যেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট চলার মধ্যেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড
স্টিভ স্মিথকে পিছনে ফেলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিয়ে আবার শীর্ষে Virat Kohli
স্টিভ স্মিথকে পিছনে ফেলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিয়ে আবার শীর্ষে Virat Kohli
পাকিস্তানের বিরুদ্ধে ৭৩ বছরের রেকর্ড ভাঙলেন Steve Smith
পাকিস্তানের বিরুদ্ধে ৭৩ বছরের রেকর্ড ভাঙলেন Steve Smith
বল-বিকৃতি কাণ্ডে নিকোলাস পুরানের নির্বাসন নিয়ে কী বললেন Steve Smith
বল-বিকৃতি কাণ্ডে নিকোলাস পুরানের নির্বাসন নিয়ে কী বললেন Steve Smith
বিরাট কোহলির সঙ্গে স্টিভ স্মিথের তুলনায় কী বললেন Jonty Rhodes
বিরাট কোহলির সঙ্গে স্টিভ স্মিথের তুলনায় কী বললেন Jonty Rhodes
Advertisement