Virat Kohli অন্য মুডে ধরা পড়লেন অনুষ্কা শর্মার ক্যামেরায়

Updated: 16 September 2019 16:30 IST

যদিও এই ছবি কোথায় বা কখন তোলা তা পরিষ্কার করেননি বিরাট কোহলি। তবে ফ্যানদের চোখ এড়াতে পারেনি বিরাট কোহলির টি-শার্ট।

Virat Kohli "Caught In The Moment" By Anushka Sharma
Virat Kohli ছবির জন্য অনুষ্কা শর্মাকে কৃতিত্ব দেন © টুইটার

বৃষ্টিতে ধর্মশালায় ভেস্তে গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচ। রবিবার টসই করা সম্ভব হয়নি এতটা বৃষ্টি ছিল। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করে দেওয়া হয়। একটি বলও গড়ায়নি Himachal Pradesh Cricket Association Stadium -এ। সোমবার ভারত অধিনায়ক Virat Kohli একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে জলের পাশে বসে রয়েছেন তিনি। সেই ছবিতে তিনি ক্যাপশন দেন, ‘‘একটি মুহূর্তে ধরা পড়ে গেলাম''। এবং ছবির ক্রেডিট তিনি দেন স্ত্রী অনুষ্কা শর্মাকে।.

যদিও এই ছবি কোথায় বা কখন তোলা তা পরিষ্কার করেননি বিরাট কোহলি। তবে ফ্যানদের চোখ এড়াতে পারেনি বিরাট কোহলির টি-শার্ট। যেখানে  লেখা রয়েছে 'A'। অনেকেরই ধারণা অনুষ্কা শর্মার নামের প্রথম অক্ষর হিসেবেই  তিনি টি-শার্টে ‘এ' লিখেছেন।

ভারতের হোম মরসুম রবিবার ধর্মশালায় শুরু হওয়ার কথা থাকলেও তা সফল হয়নি। প্রবল বৃষ্টিতে তা ভেস্তে যায়। হতাশ হয়ে ফিরতে হয় দর্শকদেরও। এখানে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হয় না। যে কারণে এই ম্যাচ ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে উত্তেজনা ছিল প্রবল। ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে পারার হতাশাও দেখা যায় ক্রিকেটারদের মধ্যে। 

বৃষ্টির পূর্বাভাস ছিলই  তবে সেটা এতটা হবে যে খেলাই বন্ধ হয়ে যাবে বোঝা যায়নি। দু'দিন আগে থেকেই বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ম্যাচের আগের দিন ইন্ডোরেই প্র্যাকটিস করতে হয় ভারতীয় দলকে। রবিবার মনে করা হয়েছিল সন্ধের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে। পাঁচ ওভার করে খেলার সম্ভাবনাও শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ায় ম্যাচ বাতিল করতে হল।

বিকেল সাড়ে পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়। সাময়িক কমলেও আবার প্রব‌ল বৃষ্টি আসে। মাঠে জল ভরে যায়। 

দ্বিতীয় টি২০ ম্যাচটি হবে বুধবার মোহালিতে। সেদিন আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে।

Comments
হাইলাইট
  • বিরাট কোহলি তাঁর অন্য মুডের ছবি পোস্ট করলেন টুইটারে
  • এই ছবির জন্য তিনি অনুষ্কা শর্মাকে কৃতিত্ব দিলেন
  • রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ভেস্তে গিয়েছে
সম্পর্কিত খবর
‘‘দলের সঙ্গে ফিরতে পেরে দারুণ লাগছে’’, টুইট করলেন Virat Kohlii
‘‘দলের সঙ্গে ফিরতে পেরে দারুণ লাগছে’’, টুইট করলেন Virat Kohlii
অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম পোস্ট দেখে কেন হেসে ফেললেন Virat Kohli
অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম পোস্ট দেখে কেন হেসে ফেললেন Virat Kohli
ডেভিড ওয়ার্নারের মেয়ে বিরাট কোহলি হতে চান, দেখুন সেই ভিডিও
ডেভিড ওয়ার্নারের মেয়ে বিরাট কোহলি হতে চান, দেখুন সেই ভিডিও
বিরাট কোহলিকে কোথায় ছাপিয়ে গেলেন Smriti Mandhana
বিরাট কোহলিকে কোথায় ছাপিয়ে গেলেন Smriti Mandhana
বিরাট কোহলির সঙ্গে টক্কর দিতে উত্তেজিত বাংলাদেশের নতুন অধিনায়ক মমিনুল হক
বিরাট কোহলির সঙ্গে টক্কর দিতে উত্তেজিত বাংলাদেশের নতুন অধিনায়ক মমিনুল হক
Advertisement