Listen to the latest songs, only on JioSaavn.com
 

নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন Ishant Sharma

Updated: 21 January 2020 16:41 IST

বিসিসিআই আশাবাদী যে Ishant Sharma নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ফিট হয়ে উঠবেন।

Ishant Sharma Doubtful For New Zealand Tests After MRI Scan Confirms Ankle Tear: Report
Ishant Sharma রঞ্জি ট্রফির ম্যাচে গোড়ালিতে চোট পান © এএফপি

সিনিয়র ভারতীয় পেসার Ishant Sharma অনিশ্চিত হয়ে পড়লেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে। দিল্লিতে রঞ্জি ট্রফির ম্যাচে গোড়ালিতে চোট পান তিনি। তাঁর পর আর খেলতে নামেননি। স্ক্যানের পর জানা গিয়েছে তাঁর চোট গুরুতর। বিদর্ভের বিরুদ্ধে বল করছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে। সিনিয়র ডিডিসিএ অফিসিয়াল পিটিআইকে জানিয়েছেন, ‘‘ইশান্তের এমআরআই রিপোর্ট এসেছে। ভাগ্যভাল ভাঙেনি। তবে গোড়ালিতে চির রয়েছে। যে মুহূর্তে ও হাঁটার মতো পরিস্থিতিতে আসবে তার পরই এনসিএ-তে পাঠিয়ে দেওয়া হবে।''

সূত্রের খবর ইশান্তের গোড়ালিতে গ্রেড থ্রি টিয়ার রয়েছে। যার ফলে তিনি একমাসেরও বেশি সময় মাঠের বাইরে চলে যেতে পারেন। বিসিসিআই-এর তরফে তাদের নিজস্ব টেস্টের পরই তারা সিদ্ধান্ত নেবে ইশান্তের ভবিষ্যৎ নিয়ে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন Shikhar Dhawan: রিপোর্ট

বিসিসিআই সূত্রের খবর, ‘‘এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বিসিসিআই-এর যেখানে আমরা আবার এমআরআই করব। দেখা হবে কতটা চির রয়েছে। তার উপরই ওর রিহ্যাবের ব্যবস্থা করা হবে।''

বিসিসিআই আশাবাদী যে ইশান্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ফিট হয়ে উঠবেন। যদি একান্তই তিনি ফিট হতে না পারেন তা হলে তাঁর পরিবর্ত হিসেবে নভদীপ সাইনিকে ডাকা হতে পারে।

Comments
হাইলাইট
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত ইশান্ত শর্মা
  • রঞ্জি ট্রফির ম্যাচে গোড়ালিতে চোট পান তিনি
  • বিসিসিআই জানিয়েছে, নিয়ম মাফিক আআবার তারা এমআরআই করবে
সম্পর্কিত খবর
ইশান্তের ফের চোট, বিসিসিআই-এর নজরে এনসিএ-র ফিজিও
ইশান্তের ফের চোট, বিসিসিআই-এর নজরে এনসিএ-র ফিজিও
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ট্রোল হলেন ইশান্ত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ট্রোল হলেন ইশান্ত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল
গত তিনদিনে মাত্র ৩-৪ ঘণ্টা ঘুম! তিন উইকেট নিয়েও পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন ইশান্ত শর্মা
গত তিনদিনে মাত্র ৩-৪ ঘণ্টা ঘুম! তিন উইকেট নিয়েও পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন ইশান্ত শর্মা
শুধু বুমরার দিকে নজর দিলে বিপদে পড়বে নিউজিল্যান্ড, মনে করেন রস টেলর
শুধু বুমরার দিকে নজর দিলে বিপদে পড়বে নিউজিল্যান্ড, মনে করেন রস টেলর
প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবেন ইশান্ত শর্মা, ইঙ্গিত বিরাট কোহলির
প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবেন ইশান্ত শর্মা, ইঙ্গিত বিরাট কোহলির
Advertisement