
নিজের সপ্তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেল নিশ্চিত করে ফেললেন মেরি কম। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এ দিন ৪৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন চিনের উ ইউকে। ৩৫ বছরের তিন সন্তানের মা উ ইউকে হারান ৫-০তে। এই জয়ের সঙ্গে তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেল। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেরি কম এসেছেন পাঁচটি সোনা একটি রুপো নিয়ে। সেই তালিকায় ইতিমধ্যেই একটি ব্রোঞ্জ যুক্ত হয়ে গিয়েছে। এ বার সেটা ব্রোঞ্জেই থামবে না রুপো বা সোনা হবে তা সময়ই বলবে। তবে দেশের সোনার মেয়ে সোনা ছাড়া আর কিছুই ভাবছে না। ২০১০এ ৪৮ কেজি বিভাগে তিনি শেষ সোনা জিতেছিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে।
ভারতের আজকের দিনটি বেশ ভাল গেল। মেরি কম ছাড়াও ভারতের লভলিনা বরগোহেইন অস্ট্রেলিয়ার কেই স্কটকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন। নিশ্চিত হল আরও একটি পদক। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন তাইওয়ানের নিন-চিন চেনের বিরুদ্ধে। যদিও কোয়ার্টার ফাইনালে মনীষা মানু ১-৪এ হেরে গেলেন বুলগেরিয়ার স্তয়কা ঝেলিয়াকোভার কাছে।
পদক নিশ্চিত করে মেরি কম বলেন, ‘‘কঠিন লনাই ছিল। খুব কঠিন না হলেও খুব সহজও ছিল না। এখন অনেক চাইনিজ বক্সার উঠে আসছে। তাদের অনেকেরই বিরুদ্ধে খেলেছি। কিন্তু এই প্রতিপক্ষের সঙ্গে প্রথম খেললাম।''
‘‘তবে ওর খেলাটা বুঝে যেতেই আমি ভেবে নিলাম কী করব। তার পর আর বিশেষ সমস্যা হয়নি।''
অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী উত্তর কোরিয়ার কিম হ্যাং মি-র বিরুদ্ধে বৃহস্পতিবার নামবেন মেরি। গত বছর এই প্রতিপক্ষকেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে হারিয়েছিলেন। মেরি বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। তবে আত্মতুষ্ট নই।''
দিনের শেষে পর পর পদক নিশ্চিত হল ভারতের। কলম্বিয়ার কাস্তেনাদাকে ১-৪এ হারিয়ে ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও একটি পদক নিশ্চিত করলেন সোনিয়া চাহাল।
চতুর্থ পদকটি নিশ্চিত করলেন ভারতের সিমরানজি কাউর। তিনি কোয়ার্টার ফাইনালে হারালেন আয়ারল্যান্ডের সারা ব্রডহার্স্টকে। খেলার ফল ৩-১।
(তথ্য সূত্র পিটিআই)