
ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন এমসি মেরি কম (MC Mary Kom) এবং সরিতা দেবীর (Sarita Devi) হাত ধরে সোনা এল ভারতের ঘরে। দ্বিতীয় ইন্ডিয়া ওপেন বক্সিং টুর্নামেন্ট (India Open Boxing Tournament) শুক্রবার শেষ হল। ৫৩ কেজি বিভাগে অমিত পংঘল (Amit Panghal) সোনা জিতলেন। সব মিলে ভারত পুরুষদের চারটি বিভাগে (৫২ কেজি, ৮১, কেজি, ৯১, কেজি এবং ৯১ কেজি) ও মহিলাদের তিনটি বিভাগে (৫১ কেজি, ৫৭ কেজি ও ৭৫ কেজি) পদক জিতল। ১৮টির মধ্যে ১২টি সোনাই জিতল ভারত।
গত বছর নয়া দিল্লিতে প্রথমবার এই টুর্নামেন্টে ছ'টি সোনা জিতেছিল ভারত। এ বার সেটা দ্বিগুন করে নিল। উজবেকিস্তান প্রতিযোগিতায় নামলই না।
তিন বছরে এই প্রথম সোনা জিতলেন সরিতা দেবী। তিনি ৩-২-এ হারালেন সিমরানজিৎ কাউরকে স্প্লিট ডিসিশনের মাধ্যমে।
জিতে সরিতা দেবী বলেন, ‘‘এই সোনা আমার মা-র জন্য। আমার বাবাকে অনেক আগেই হারিয়েছি। আজ যেখানে আমি রয়েছি সেটা আমাকে আমার মা বানিয়েছে। অনেকদিন পর এই সোনা এল। এই মুহূর্তে আমি মাকে খুব মিস করছি।'' সরিতাকে মায়ের কথা বলতে বলতে ভেঙে পড়তে দেখা গেল। ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর মারও মৃত্যু হয়েছে। সরিতা দেবী শেষ সোনা জিতেছিলেন ২০১৬তে সাউথ-এশিয়ান গেমসে।
অলিম্পিক্স ব্রোঞ্জ মেডেলিস্ট মেরি কমকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হল মিজোরামের ভানলাল দুয়াতির কাছে। কিন্তু শেষ হাসি হাসলেন মেরি কমই। নিখাত জারিন ও জ্য্যোতি ব্রোঞ্জ পদক জিতলে। পোডিয়ামে ছিল শুধুই ভারতের দখলে।
মনীশ কৌশিককে হারিয়ে সোনা জিতলেন শিবা থাপা। গত বছর রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল।
সোনা জিতে পংঘল বলেন, ‘‘আমি এতদিন যাঁদের সঙ্গে লড়েছি সেই তুলনায় ও অনেক বেশি লম্বা ছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমি বেশ কিছু লম্বা বক্সারের সঙ্গে লড়াই করেছি। কিন্তু সচিন তাদের থেকেও লম্বা ছিল।'' পংঘলের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি।