China Open:প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, এগোলেন কাশ্যপ

Updated: 06 November 2019 13:18 IST

Saina Nehwal স্ট্রেট সেট ৯-২১, ১২-২১-এ হারলেন কাই ইয়ান ইয়ানের কাছে প্রথম রাউন্ডেই।

China Open: Saina Nehwal Knocked Out In First Round, Parupalli Kashyap Advances
Saina Nehwal প্রথম রাউন্ডেই হেরে গেলেন © এএফপি

 শুরুতেই বিদায় নিলেন Saina Nehwal। China Open -এর প্রথম রাউন্ডেই হেরে শেষ হয়ে গেল ভারতের স্বপ্ন। ফুঝোতে প্রথম রাউন্ডে তিনি হারলেন কাই ইয়ান ইয়ানের কাছে বুধবার। পুরো ম্যাচেই সাইনা দেখে মনে হয়নি তিনি খুব স্বস্তিতে রয়েছেন। পর পর পয়েন্ট তুলে নিতেও রীতিমতো কষ্ট করতে হচ্ছিল তাঁকে। শেষ পর্যন্ত তিনি হারলেন ৯-২১, ১২-২১-তে স্ট্রেট গেমে। বিশ্বের ন'নম্বর সাইনার মহিলাদের সিঙ্গলসের ম্যাচ চলল মাত্র ২৪ মিনিট। পুরুষদের সিঙ্গলসে এগোলেন পারুপল্লী কাশ্যপ। স্ত্রী না পারলেন স্বামী সহজেই প্রথম রাউন্ড জিতে এগোলেন।

পারুপল্লী কাশ্যপ স্ট্রেট গেমে হারালেন থাইল্যান্ডের সিথিকম থামাসিনকে। কাশ্যপ তাঁর প্রতিপক্ষকে হারালেন ২১-১৪, ২১-৩-এ। ম্যাচ গড়াল মাত্র ৪৩ মিনিট। দ্বিতীয় রাউন্ডে কাশ্যপকে খেলতে হবে সপ্তম বাছাই ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসনকে।

French Open: কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল

মিক্স ডবলস জুটি প্রনভ জেরি ও সিক্কি রেড্ডিও ছিটকে গেলেন প্রথম রাউন্ড থেকেই। তাঁরা হারলেন ১৪-২১, ১৪-২১-এ চাইনিজ তাইপের ওয়াং চি লিন ও চেং চি ইয়া জুটির কাছে।

২৯ বছরের সাইনা দীর্ঘদিন ধরেই ফিটনেস সমস্যায় ভুগছেন। জানুয়ারিতে তিনি ইন্দোনেশিয়া মাস্টার্স জিতেছিলেন। তার পর থেকেই তিনি ফিটনেসের সমস্যায় ভুগতে শুরু করেন।

এর আগেও তিনি পর পর তিনবার প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন। আবারও প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন চায়না ওপেনে। গত মাসে একমাত্র ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন।

French Open: পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের সামনে নতুন লক্ষ্য

মঙ্গলবারই এই চায়না ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। তিনি হেরেছিলেন চাইনিজ তাইপের পাই ইউ পো-র কাছে।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা পাওয়ার পর থেকে টানা পাঁচটি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারলেন না পিভি সিন্ধু। তার মধ্যে এই চায়না ওপেনও রয়েছ।

Comments
হাইলাইট
  • চায়না ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল
  • সাইনা হারলেন চাইনিজ তাইপের কাই ইয়ান ইয়ানের কাছে
  • স্ট্রেট সেট ৯-২১, ১২-২১-এ হারলেন সাইনা নেহওয়াল
সম্পর্কিত খবর
Thailand Masters: প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল
Thailand Masters: প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল
Hong Kong Open: ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু
Hong Kong Open: ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু
China Open:প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, এগোলেন কাশ্যপ
China Open:প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, এগোলেন কাশ্যপ
French Open: কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল
French Open: কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল
French Open: পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের সামনে নতুন লক্ষ্য
French Open: পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের সামনে নতুন লক্ষ্য
Advertisement