China Open: ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, এগোলেন পিভি সিন্ধু

Updated: 18 September 2019 16:38 IST

Saina Nehwal তাঁর মরসুম শুরু করেছিলেন ইন্দোনেশিয়া ওপেন জিতে কিন্তু তার পর বিডব্লুএফ সার্কিটের ফাইনালে পৌঁছতে পারেননি তিনি।

China Open: Saina Nehwal Knocked Out In First Round, PV Sindhu Advances
Saina Nehwal চায়না ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন © এএফপি

চায়না ওপেনে থাইল্যান্ডের বুসানান অংবামরুংফানের কাছে হেরে ছিটকে গেলেন Saina Nehwal। তিনি হারলেন ১০-২১, ১৭-২১। বুধবার তিনি হারলেন থাইল্যান্ডের শাটলারের কাছে এই নিয়ে পর পর দু'বার। একই দিনে অন্য ম্যাতে PV Sindhu জিতে এগোলেন। তিনি হারালেন অলিম্পিকের সোনাজয়ী লি জুয়েরুইকে। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৮, ২১-১২। গত মাসেই ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস রচনা করেছিলেন সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিয়েছিলেন তিনি। 

যেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শেষ করেছিলেন পিভি সিন্ধু সেখান থেকেই চায়না ওপেন শুরু করে দিলেন তিনি। সিন্ধুর প্রতিপক্ষ নেমেছিলেন ভারতের বিরুদ্ধে ৩-৩ রেকর্ড নিয়ে। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা সিন্ধু ভারতের হয়ে ৪-৩ করে নিলেন। 

Vietnam Open: সান ফেই ঝিয়াংকে হারিয়ে চ্যাম্পিয়ন সৌরভ ভর্মা

কিন্তু সাইনার দ্রুত ছিটকে যাওয়াটা ভারতীয় শিবিরের জন্য হতাশা। মহিলাদের সিঙ্গলসে বড় ধাক্কা খেল ভারত। 

লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ মেডেলিস্ট ১০-২১, ১৭-২১-এ হারলেন বিশ্বের ১৯ নম্বরের কাছে। অলিম্পিক স্পোর্টস সেন্টারের ঝিংচেং জিমনাশিয়ামে এই ম্যাচ চলে ৪৪ মিনিট।

এটা প্রাক্তন বিশ্বের এক নম্বরের থাই প্রতিপক্ষের বিরুদ্ধে পর পর দুটো হার। 

২৯ বছরের সাইনা চোট সারিয়ে ফেরার পর থেকে ফর্মে ফেরার চেষ্টায় বার বার ব্যর্থ হচ্ছেন। 

PV Sindhu: বিশ্বজয়ের পর তিরুপতি মন্দিরে পুজো দিলেন সিন্ধু

এই ভারতীয় তাঁর মরসুম শুরু করেছিলেন ইন্দোনেশিয়া ওপেন জিতে কিন্তু তার পর বিডব্লুএফ সার্কিটের ফাইনালে পৌঁছতে পারেননি তিনি।

একই দিনে অন্য ম্যাচে ভারতীয় শাটলার বি সাই প্রনিথ হারান থাইল্যান্ডের সুপান্যু অভিহিংসানন। খেলার ফল ২১-১৯, ২১-২৩, ২১-১৪। মেনস সিঙ্গলসের পরের পর্বে পৌঁছে যান তিনি।  

অন্যদিকে প্রনব জেরি চোপড়া ও এন সিক্কি রেড্ডির জুটি হেরে গেল জার্মানির মার্ক লামফুস ও ইসাবেল হার্টরিচের কাছে। খেলার ফল ১২-২১, ২১-২৩।

(তথ্য পিটিআই)(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Comments
সম্পর্কিত খবর
Thailand Masters: প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল
Thailand Masters: প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল
Hong Kong Open: ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু
Hong Kong Open: ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু
China Open:প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, এগোলেন কাশ্যপ
China Open:প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, এগোলেন কাশ্যপ
French Open: কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল
French Open: কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল
French Open: পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের সামনে নতুন লক্ষ্য
French Open: পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের সামনে নতুন লক্ষ্য
Advertisement