Korea Masters: কিদাম্বি শ্রীকান্ত ও সমীর ভর্মা জিতে নিলেন প্রথম রাউন্ড

Updated: 20 November 2019 14:31 IST

Kidambi Srikanth ২১-১৮, ২১-১৭তে হারালেন উং উইং কি ভিনসেন্টকে।

Korea Masters: Kidambi Srikanth, Sameer Verma Win First Round Matches
Korea Masters: কিদাম্বি শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডে খেলবেন কান্তা সুনেয়ামার বিরুদ্ধে © টুইটার

Korea Masters -এর শুরুটা ভালই করে দিল ভারত। ভারতীয় শাটলার Kidambi Srikanth ও Sameer Verma প্রথম রাউন্ডের ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন মেনস সিঙ্গলসের। বুধবার গোয়াংজুতে খেলতে নেমেছিলেন ভারতের দুই তারকা শাটলার। ষষ্ঠ বাছাই শ্রীকান্ত হারান হংকংয়ের ওং উইং কি ভিনসেন্টকে। খেলার ফল ২১-১৮, ২১-১৭। ৩৭ মিনিটেই এই ম্যাচ জিতে নেন শ্রীকান্ত। প্রাক্তন বিশ্বের এই এক নম্বর তারকা শ্রীকান্ত এই মুহূর্তে তাঁর হংকংয়ের প্রতিপক্ষের থেকে হেড-টু-হেডে ১১-৩-এ এগিয়ে রয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন জাপানের কান্তা সুনেয়ামারর বিরুদ্ধে। 

Hong Kong Open: শেষ আটে কিদাম্বি শ্রীকান্ত, ছিটকে গেলেন পিভি সিন্ধু

শ্রীকান্তের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন আর এক ভারতীয় শাটলার সমীর ভর্মা। তিনি হারালেন জাপানে কাজুমাসা সাকাইকে। যদিও সাকাই চোট পেয়ে ছিটকে যাওয়ায় দ্বিতীয় রাউন্ডে চলে যান সমীর ভর্মা। খেলা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ১১-৮-এ এগিয়েছিলেন ভারতের প্রতিপক্ষ।

Hong Kong Open: ছিটকে গেলেন সাইনা নেহওয়াল, দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু

দুই শাটলার দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেও ছিটকে গেলেন সৌরভ ভর্মা। প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমে তিনি পিছিয়ে পড়েন। যার ফলে ম্যা গড়ায় তৃতীয় রাউন্ডে। সেখানেও তাঁকে হারের মুখ দেখতে হয়। ২১-১৩, ১২-২১, ১৩-২১-এ তিনি হারেন কিম দনঘুনের কাছে।

দনঘুর বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে খেলবেন সমীর ভর্মা।

Comments
সম্পর্কিত খবর
Syed Modi International: ভ্লাদিমির মালকোভকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে কিদাম্বি শ্রীকান্ত
Syed Modi International: ভ্লাদিমির মালকোভকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে কিদাম্বি শ্রীকান্ত
Korea Masters: কিদাম্বি শ্রীকান্ত ও সমীর ভর্মা জিতে নিলেন প্রথম রাউন্ড
Korea Masters: কিদাম্বি শ্রীকান্ত ও সমীর ভর্মা জিতে নিলেন প্রথম রাউন্ড
Hong Kong Open: শেষ আটে কিদাম্বি শ্রীকান্ত, ছিটকে গেলেন পিভি সিন্ধু
Hong Kong Open: শেষ আটে কিদাম্বি শ্রীকান্ত, ছিটকে গেলেন পিভি সিন্ধু
জাপান ওপেনের প্রথম ম্যাচেই কিদাম্বি শ্রীকান্ত হারলেন এইচএস প্রণয়ের কাছে
জাপান ওপেনের প্রথম ম্যাচেই কিদাম্বি শ্রীকান্ত হারলেন এইচএস প্রণয়ের কাছে
Japan Open 2019: কেন্তো নিশিমোতোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে সাই প্রণীত
Japan Open 2019: কেন্তো নিশিমোতোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে সাই প্রণীত
Advertisement