Listen to the latest songs, only on JioSaavn.com
 

Japan Open 2019: কেন্তো নিশিমোতোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে সাই প্রণীত

Updated: 23 July 2019 18:45 IST

প্রণীতের সঙ্গে সঙ্গে ভাল শুরু করল ভারতের মিক্স ডবলস জুটিও। অশ্বিনী পোনাপ্পা ও সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি সহজেই পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে।

Japan Open 2019: Sai Praneeth Enter Second Round After Beating Kento Nishimoto
জাপান ওপেনে দারুণ শুরু সাই প্রণীতের © টুইটার

২০১৯ জাপান ওপেনের (Japan Open 2019) শুরুটা ভারতের জন্য ভালই করে দিলেন সাই প্রণীত (B Sai Praneeth)। জাপানেরই কেন্তো নিশিমোতোকে প্রথম রাউন্ডে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন প্রণীত। মঙ্গলবার টোকিওতে এই টুর্নামেন্টে প্রণীতের জয় দিয়েই শুরু হয়ে গেল ভারতের পথ চলা। সদ্য শেষ হওয়া ইন্দোনেশিয়া ওপেন মোটেও ভাল যায়নি সাই প্রণীতের। হংকংয়ের ওং উইং কি ভিনসেন্টের কাছে হেরে যেতে হয়েছিল। কিন্তু এ দিন তিনি ২১-১৭, ২১-১৩তে নিশিমোতোকে হারিয়ে ভারতের পতাকা আবার তুলে ধরলেন বিশ্ব ব্যাডমিন্টনের মঞ্চে। মাত্র ৪২ মিনিটেই ম্যাচ শেষ করে দেন তিনি। গত বার এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন প্রণীত। তবে এ বার আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করলেন তিনি। 

প্রণীতের সঙ্গে সঙ্গে ভাল শুরু করল ভারতের মিক্স ডবলস জুটিও। অশ্বিনী পোনাপ্পা ও সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি সহজেই পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে। তাঁরা হারালেন জার্মানির  লিন্ডা এফলার ও মার্ভিন সেডেল জুটিকে। ভারতীয় জুটি ২১-১৪, ২১-১৯-এ ৩৩ মিনিটে ম্যচ জিতে নেয়।

দুটো সাফল্যের মাঝেই হতাশা ভারতীয় পুরুষদের ডবলস ইভেন্টে। ভারতের অত্রী মনু ও রেড্ডি বি সুমিথ ১২-২১, ১৬-২১-এ হেরে গেলেন মালয়েশিয়ার জুটি গো জে ফেই ও নুর ইজুদ্দিন জুটির কাছে। একঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল ম্যাচ।

বুধবার নামছেন ভারতের সিঙ্গলস তারকা পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত। সদ্য ইন্দোনেশিয়া ওপেনে রানার্স হয়েছেন সিন্ধু। এই মরসুমে এখনও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। এ বার লক্ষ্য এই জাপান ওপেনই।  বুধবার সিন্ধু নামবেন চিনের ইউ হানের বিরুদ্ধে। শ্রীকান্ত খেলবেন নিজের দেশেরই এইচএস প্রণয়ের সঙ্গে। 

একইদিনে নামছেন ভারতের সমীর ভর্মা। তাঁর প্রতিপক্ষ অ্যান্ডরসন অ্যান্তনসেন।

Comments
হাইলাইট
  • সাই প্রণীত হারালেন জাপানের কেন্তো নিশিমোতোকে
  • ভারতের মিক্স ডবলস জুটিও জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন
  • পিভি সিন্ধু নামছেন বুধবার
সম্পর্কিত খবর
বিডব্লুএফের নতুন ক্যালেন্ডারের বিরুদ্ধে সানিয়াসহ ভারতীয় শাটলাররা
বিডব্লুএফের নতুন ক্যালেন্ডারের বিরুদ্ধে সানিয়াসহ ভারতীয় শাটলাররা
China Open: অ্যান্থনি গিনটিংয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় সাই প্রনিথের
China Open: অ্যান্থনি গিনটিংয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় সাই প্রনিথের
World Championships: ফাইনালে পিভি সিন্ধু, ব্রোঞ্জ পদক সাই প্রনিথের
World Championships: ফাইনালে পিভি সিন্ধু, ব্রোঞ্জ পদক সাই প্রনিথের
জাপান ওপেনের শেষ আটে পিভি সিন্ধু ও বি সাই প্রণীথ
জাপান ওপেনের শেষ আটে পিভি সিন্ধু ও বি সাই প্রণীথ
Japan Open 2019: কেন্তো নিশিমোতোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে সাই প্রণীত
Japan Open 2019: কেন্তো নিশিমোতোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে সাই প্রণীত
Advertisement