
২০১৯ জাপান ওপেনের (Japan Open 2019) শুরুটা ভারতের জন্য ভালই করে দিলেন সাই প্রণীত (B Sai Praneeth)। জাপানেরই কেন্তো নিশিমোতোকে প্রথম রাউন্ডে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন প্রণীত। মঙ্গলবার টোকিওতে এই টুর্নামেন্টে প্রণীতের জয় দিয়েই শুরু হয়ে গেল ভারতের পথ চলা। সদ্য শেষ হওয়া ইন্দোনেশিয়া ওপেন মোটেও ভাল যায়নি সাই প্রণীতের। হংকংয়ের ওং উইং কি ভিনসেন্টের কাছে হেরে যেতে হয়েছিল। কিন্তু এ দিন তিনি ২১-১৭, ২১-১৩তে নিশিমোতোকে হারিয়ে ভারতের পতাকা আবার তুলে ধরলেন বিশ্ব ব্যাডমিন্টনের মঞ্চে। মাত্র ৪২ মিনিটেই ম্যাচ শেষ করে দেন তিনি। গত বার এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন প্রণীত। তবে এ বার আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করলেন তিনি।
#JapanOpenSuper750
— BAI Media (@BAI_Media) July 23, 2019
Exceptional play by @saiprneeth92, displaces higher-ranked (World No 10) Kenta Nishimoto ofto reach the second round.
Keep Rising!#IndiaontheRise #badminton pic.twitter.com/QuTJonjdbs
প্রণীতের সঙ্গে সঙ্গে ভাল শুরু করল ভারতের মিক্স ডবলস জুটিও। অশ্বিনী পোনাপ্পা ও সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি সহজেই পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে। তাঁরা হারালেন জার্মানির লিন্ডা এফলার ও মার্ভিন সেডেল জুটিকে। ভারতীয় জুটি ২১-১৪, ২১-১৯-এ ৩৩ মিনিটে ম্যচ জিতে নেয়।
দুটো সাফল্যের মাঝেই হতাশা ভারতীয় পুরুষদের ডবলস ইভেন্টে। ভারতের অত্রী মনু ও রেড্ডি বি সুমিথ ১২-২১, ১৬-২১-এ হেরে গেলেন মালয়েশিয়ার জুটি গো জে ফেই ও নুর ইজুদ্দিন জুটির কাছে। একঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল ম্যাচ।
বুধবার নামছেন ভারতের সিঙ্গলস তারকা পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত। সদ্য ইন্দোনেশিয়া ওপেনে রানার্স হয়েছেন সিন্ধু। এই মরসুমে এখনও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। এ বার লক্ষ্য এই জাপান ওপেনই। বুধবার সিন্ধু নামবেন চিনের ইউ হানের বিরুদ্ধে। শ্রীকান্ত খেলবেন নিজের দেশেরই এইচএস প্রণয়ের সঙ্গে।
একইদিনে নামছেন ভারতের সমীর ভর্মা। তাঁর প্রতিপক্ষ অ্যান্ডরসন অ্যান্তনসেন।