Indonesia Open: নোজোমি ওকুহারাকে হারিয়ে সেমিফাইনালে পিভি সিন্ধু

Updated: 19 July 2019 21:29 IST

সেমিফাইনালে সিন্ধুকে খেলতে হবে বিশ্বের তিন নম্বর চেন ইউফেইয়ের বিরুদ্ধে। শনিবার সেমিফাইনালে নামবেন এই দুই তারকা শাটলার।

Indonesia Open: PV Sindhu Reached Semi-Finals After Beating Nozomi Okuhara
চেনের বিরুদ্ধে ৪-৩-এ এগিয়ে রয়েছেন সিন্ধু © এএফপি

শুক্রবার ইন্দোনেশিয়া ওপেনের (Indonesia Open) সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের পিভি সিন্ধু (PV Sindhu)। তিনি হারালেন বিশ্বের দু'নম্বর নোজোমি ওকুহারাকে (Nozomi Okuhara)। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৪, ২১-৭। ৪১ মিনিট চলে ম্যাচ। পাঁচ নম্বরে থাকা সিন্ধুর জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে এটাই ছিল দ্রুততম জয়। সেমিফাইনালে সিন্ধুকে খেলতে হবে বিশ্বের তিন নম্বর চেন ইউফেইয়ের বিরুদ্ধে। শনিবার সেমিফাইনালে নামবেন এই দুই তারকা শাটলার। চাইনিজ এই সেমিফাইনালিস্ট হারান আমেরিকার বিউয়েন ঝ্যাংকে ২১-১৪, ১৭-২১ ও২১-১৬তে। চেনের বিরুদ্ধে সিন্ধুর জয়ের পরিমান বেশি। চারটিতে জিতেছেন সিন্ধু, তিনটি জয় পেয়েছেন চেন।  এই নিয়ে ১৫তম বার মুখোমুখি হয়েছিলেন সিন্ধু ও ওকুহারা। সমানে সমানে থেকে নামলেও ৮-৭-এ জয়ের তালিকায় এগিয়ে গেলেন সিন্ধু। আগের সাক্ষাৎ ছিল সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনাল। যেখানে ওকুহারা ২১-৭, ২১-১১তে হারিয়ে দিয়েছিলেন সিন্ধুকে। উপযুক্ত বদলাই হল বটে।

Indonesia Open 2019: কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু, ছিটকে গেলেন শ্রীকান্ত

ম্যাচটা শুরু হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে। একটা সময় ম্যাচ ৫-৫ হয়ে গিয়েছিল। এর পর প্রথম গেমে ১১-৮-এ এগিয়ে যায় সিন্ধু। ওকুহারা বেশ কিছু আনফোর্স এরর করেন। যার সুযোগ নিয়ে সিন্ধু ২১-১৪তে প্রথম সেট জিতে নেন।

দ্বিতীয় গেমেও নিজের জয়ের ধারা ধরে রাখেন সিন্ধু। বরং আরও বেশি শক্তিশালী হয়েই নামেন তিনি। ৭-২১-এ উড়ে যান ওকুহারা। 

Comments
হাইলাইট
  • পুরো ম্যাচে দারুণ লড়াই দিয়ে সহজ জয় তুলে নেন সিন্ধু
  • ৪১ মিনিটেই ম্যাচ শেষ করে দেন পিভি সিন্ধু
  • সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে ওকুহারার কাছে হেরেছিলেন সিন্ধু
সম্পর্কিত খবর
জাপান ওপেন: কোয়ার্টার ফাইনালেই বিদায় পিভি সিন্ধুর
জাপান ওপেন: কোয়ার্টার ফাইনালেই বিদায় পিভি সিন্ধুর
জাপান ওপেনের শেষ আটে পিভি সিন্ধু ও বি সাই প্রণীথ
জাপান ওপেনের শেষ আটে পিভি সিন্ধু ও বি সাই প্রণীথ
Indonesia Open: ইয়ামাগুচির কাছে ফাইনালে হতাশার হার সিন্ধুর
Indonesia Open: ইয়ামাগুচির কাছে ফাইনালে হতাশার হার সিন্ধুর
Indonesia Open: চেন ইউ ফেইকে হারিয়ে ফাইনালে পিভি সিন্ধু
Indonesia Open: চেন ইউ ফেইকে হারিয়ে ফাইনালে পিভি সিন্ধু
Indonesia Open: নোজোমি ওকুহারাকে হারিয়ে সেমিফাইনালে পিভি সিন্ধু
Indonesia Open: নোজোমি ওকুহারাকে হারিয়ে সেমিফাইনালে পিভি সিন্ধু
Advertisement