Indonesia Open: চেন ইউ ফেইকে হারিয়ে ফাইনালে পিভি সিন্ধু

Updated: 20 July 2019 20:56 IST

সিন্ধু শুরুতে ১৮-১৪তে পিছিয়ে পড়েছিলেন চেনের বিরুদ্ধে। কিন্তু তার পর টানা চার পয়েন্ট জিতে ম্যাচ ড্র করে দেন। আর সেখান থেকেই শুরু হয় সিন্ধুর ঘুরে দাঁড়ানোর লড়াই।

Indonesia Open: PV Sindhu Reached Final After Beating Chen Yu Fei In Semi-Final
প্রথমে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান পিভি সিন্ধু © এএফপি

২০১৯ ইন্দোনেশিয়া ওপেনের (Indonesia Open 2019) ফাইনালে পৌঁছে গেলেন ভারতের পিভি সিন্ধু (PV Sindhu)। শনিবার তিনি সেমিফাইনালে হারালেন চিনের চেন ইউ ফেইকে (Chen Yu Fei)। ম্যাচের শুরুতে রীতিমতো লড়াইয়ের মুখে পড়তে হয় সিন্ধুকে। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২১-১৯, ২১-১০-এ ম্যাচ জিতে নেন ভারতের এই শাটলার। ফাইনালে রবিবার তাঁকে মুখোমুখি হতে হবে জাপানের আকানে ইয়ামাগুচির। তিনি এই টুর্নামেন্টের চতুর্থ বাছাই। সিন্ধু এদিন শুরুতে ১৮-১৪তে পিছিয়ে পড়েছিলেন চেনের বিরুদ্ধে। কিন্তু তার পর টানা চার পয়েন্ট জিতে ম্যাচ ড্র করে দেন। আর সেখান থেকেই শুরু হয় সিন্ধুর ঘুরে দাঁড়ানোর লড়াই। এবং তার জবাব ছিল না চেনের কাছে। দ্বিতীয় সেটে একধিপত্ত নিয়েই জেতেন সিন্ধু। 

প্রথম গেম সিন্ধু একটু মন্থরভাবেই শুরু করেছিলেন। যেখানে চেন পর পর পয়েন্ট তুলে এগিয়ে যেতে থাকেন। প্রথম গেমের মাঝামাঝি সময় পর্যন্ত এগিয়ে যান তিনি। এক পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি (১১-১০)। সিন্ধুকে চাপে রেখে খেলা চালিয়ে যেতে থাকেন তিনি। এবং প্রথম গেমে তাঁকে বেশ স্বস্তিতেই দেখা যায়। এগিয়ে যান ১৮-১৪তে। 

Indonesia Open: নোজোমি ওকুহারাকে হারিয়ে সেমিফাইনালে পিভি সিন্ধু

কিন্তু তার পরই যে সিন্ধু এ ভাবে ঘুরে দাঁড়িয়ে বাজিমাত করবেন তা বুঝতেই পারেননি চেন। পর পর পয়েন্ট জিতে ম্যাচ ড্র তো করে দেনই সঙ্গে ২১-১৯-এ গেমও জিতে নেন। চাইনিজ শাটলারের জন্য এটা একটা বড় ধাক্কা ছিল। দ্বিতীয় গেমে শুরু থেকেই পিছিয়ে পড়েন তিনি। ৪-০তে এগিয়ে যান সিন্ধু। দ্বিতীয় গেমের মিড ব্রেকের পর ফিরে রীতিমতো উড়িয়ে দেন প্রতিপক্ষকে। যা চেনকে হতাশায় ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 

Indonesia Open 2019: কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু, ছিটকে গেলেন শ্রীকান্ত

চেন এর পর ভুলের পর ভুল করে নিজের বিপদ আরও বাড়িয়ে ফেলেন। সঙ্গে ছিল ভুল জাজমেন্ট। যার ফলে তাঁর হাত থেকে ম্যাচ পুরোপুরি বেরিয়ে যায়। সিন্ধু কোনও ভুল ‌না করে ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে যান। দ্বিতীয় গেম ২১-১০-এ জিতে নেন সিন্ধু। আর তার সঙ্গেই নিশ্চিত হয়ে যায় ফাইনাল।

রবিবার সামনে জাপানের আকানে ইয়ামাগুচি।

Comments
হাইলাইট
  • ২০১৯ ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু
  • সেমিফাইনালে হারালেন দ্বিতীয় বাছাই চেন ইউ ফেইকে
  • ২১-১৯, ২১-১০-এ সেমিফাইনাল জিতে নেন সিন্ধু
সম্পর্কিত খবর
China Open: সাইনা নেহওয়ালের পর বিদায় হয়ে গেল পিভি সিন্ধুরও
China Open: সাইনা নেহওয়ালের পর বিদায় হয়ে গেল পিভি সিন্ধুরও
PV Sindhu: বিশ্বজয়ের পর তিরুপতি মন্দিরে পুজো দিলেন সিন্ধু
PV Sindhu: বিশ্বজয়ের পর তিরুপতি মন্দিরে পুজো দিলেন সিন্ধু
‘ক্লান্তিকর’ লিখে ট্যুইটারে সিন্ধুর অনুশীলনের ভিডিও দিলেন আনন্দ মহিন্দ্রা
‘ক্লান্তিকর’ লিখে ট্যুইটারে সিন্ধুর অনুশীলনের ভিডিও দিলেন আনন্দ মহিন্দ্রা
দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন PV Sindhu
দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন PV Sindhu
"ভারতীয় হিসাবে গর্বিত": দেশে ফিরে বললেন বিশ্ব চ্যাম্পিয়ন PV Sindhu
"ভারতীয় হিসাবে গর্বিত": দেশে ফিরে বললেন বিশ্ব চ্যাম্পিয়ন PV Sindhu
Advertisement