Indonesia Open: ইয়ামাগুচির কাছে ফাইনালে হতাশার হার সিন্ধুর

Updated: 21 July 2019 15:36 IST

পুরো টুর্নামেন্টে টানা জয়ের পর স্বপ্ন দেখাই স্বাভাবিক ছিল তাঁকে নিয়ে। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দ্বিতীয় হয়েই থামতে হল ভারতকে।

Indonesia Open 2019: PV Sindhu Lost To Akane Yamaguchi In Final
১৫-২১, ১৬-২১-এ হারের মুখ দেখতে হল পিভি সিন্ধুকে © এএফপি

২০১৯ ইন্দোনেশিয়া ওপেনের (Indonesia Open 2019) ফাইনালে পৌঁছেও হতাশ করলেন ভারতের পিভি সিন্ধু (PV Sindhu)। পুরো টুর্নামেন্টে দারুণ খেলে ফাইনালে এসে হারের মুখ দেখতে হল পিভি সিন্ধুকে। ইন্দোনেশিয়া ওপে‌নের ফাইনালে তিনি হেরে গেলেন জাপানের আকানে ইয়ামাগুচির (Akane Yamaguchi) কাছে। সিন্ধু হারলেন  ১৫-২১, ১৬-২১-এ।  রবিবার জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন পিভি সিন্ধু ও আকানে ইয়ামাগুচি। প্রথম গেমেই লিড নিয়ে নেন ইয়ামাগুচি। তবে ঘুরে দাঁড়িয়ে ১১-৮-এ লিড নিয়ে নেন সিন্ধু। কিন্তু তার পর টানা ন'পয়েন্ট জিতে ২১-১৫তে প্রথম গেম জিতে নেন ইয়ামাগুচি। দ্বিতীয় গেমের শুরু থেকেই দখল নিয়ে নেন ইয়ামাগুচি। ৮-১১তে পিছিয়ে পড়েন সিন্ধু। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। অনেক আশা জাগিয়ে শেষরক্ষাটা শুধু হল ‌না।

শনিবার তিনি সেমিফাইনালে হারিয়েছিলেন চিনের চেন ইউ ফেইকে (Chen Yu Fei)। ম্যাচের শুরুতে রীতিমতো লড়াইয়ের মুখে পড়তে হয় সিন্ধুকে। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২১-১৯, ২১-১০-এ ম্যাচ জিতে নেন ভারতের এই শাটলার। ফাইনালে রবিবার তাঁকে মুখোমুখি হতে হবে জাপানের আকানে ইয়ামাগুচির। তিনি এই টুর্নামেন্টের চতুর্থ বাছাই। সিন্ধু এদিন শুরুতে ১৮-১৪তে পিছিয়ে পড়েছিলেন চেনের বিরুদ্ধে। কিন্তু তার পর টানা চার পয়েন্ট জিতে ম্যাচ ড্র করে দেন। আর সেখান থেকেই শুরু হয় সিন্ধুর ঘুরে দাঁড়ানোর লড়াই। এবং তার জবাব ছিল না চেনের কাছে। দ্বিতীয় সেটে একধিপত্ত নিয়েই জেতেন সিন্ধু। সেই লড়াই ফাইনালে দেখা গেল না।

শুক্রবার ইন্দোনেশিয়া ওপেনের (Indonesia Open) সেমিফাইনালে তিনি পৌঁছেছিলেন বিশ্বের দু'নম্বর নোজোমি ওকুহারাকে (Nozomi Okuhara) হারিয়ে। খেলার ফল ছিল সিন্ধুর পক্ষে ২১-১৪, ২১-৭। ৪১ মিনিট চলে ম্যাচ। পাঁচ নম্বরে থাকা সিন্ধুর জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে এটাই ছিল দ্রুততম জয়। কিন্তু এক জাপানী কে হারিয়ে সেমিফাইনালে পৌঁছনো সিন্ধু ফাইনালে হেরে গেলেন আর এক জাপানীর কাছে।

 বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি ডেনমার্কের মিয়া ব্লিচফিল্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। হারিয়েছিলেন ২১-১৪, ১৭-২১, ২১-১১তে। প্রথম সেটে হারের পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন ডেনমার্কের প্রতিপক্ষ। জিতেও নিয়েছিলেন দ্বিতীয় সেট ২১-১৭ ফলে। যার জন্য তৃতীয় সেটে জয় নিশ্চিত করতে লড়াই করতে হয় সিন্ধুকে। ২১-১১তে সেট জিতে নেন তিনি। কোয়ার্টর ফাইনালে পৌঁছে যান সিন্ধু। 

এই টানা জয়ের পর স্বপ্ন দেখাই স্বাভাবিক ছিল তাঁকে নিয়ে। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দ্বিতীয় হয়েই থামতে হল ভারতকে।

Comments
হাইলাইট
  • ২০১৯ ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে হার পিভি সিন্ধুর
  • স্ট্রেট গেমে ফাইনাল জিতে নিলেন আকানে ইয়ামাগুচি
  • ২০১৯-এ এখনও চ্যাম্পিয়ন হতে পারেননি পিভি সিন্ধু
সম্পর্কিত খবর
BWF World Tour Finals: পদক ধরে রাখতে কঠিন লড়াইয়ের সামনে পিভি সিন্ধু
BWF World Tour Finals: পদক ধরে রাখতে কঠিন লড়াইয়ের সামনে পিভি সিন্ধু
Hong Kong Open: শেষ আটে কিদাম্বি শ্রীকান্ত, ছিটকে গেলেন পিভি সিন্ধু
Hong Kong Open: শেষ আটে কিদাম্বি শ্রীকান্ত, ছিটকে গেলেন পিভি সিন্ধু
French Open: পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের সামনে নতুন লক্ষ্য
French Open: পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের সামনে নতুন লক্ষ্য
China Open: সাইনা নেহওয়ালের পর বিদায় হয়ে গেল পিভি সিন্ধুরও
China Open: সাইনা নেহওয়ালের পর বিদায় হয়ে গেল পিভি সিন্ধুরও
PV Sindhu: বিশ্বজয়ের পর তিরুপতি মন্দিরে পুজো দিলেন সিন্ধু
PV Sindhu: বিশ্বজয়ের পর তিরুপতি মন্দিরে পুজো দিলেন সিন্ধু
Advertisement