
জাডেজার চোট নিযে মন্তব্য করে রীতিমতো অস্বস্তিতে রবি শাস্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের আক্রমণের সঙ্গে জাডেজার রঞ্জি দল সৌরাষ্ট্রের কোচও পাল্টা দিলেন রবি শাস্ত্রীর মন্তব্যের। রবি শাস্ত্রী রবিবার বলেছিলেন, পার্থ টেস্টের আগে জাডেজা ৭০-৮০ শতাংশ ফিট ছিলেন। যা শুনে রীতিমতো বিরক্ত তাঁর কোচ সীতাংশু কোটাক। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান রঞ্জি ট্রফিতে যখন জাডেজা খেলেছেন তখন পুরো ফিট ছিলেন।
তিনি বলেন, ‘‘জাডেজার কোনও ফিটনেস সমস্যা ছিল না যখন সৌরাষ্ট্রের হয়ে খেলে। এবং হাতে কোনও স্টিফনেস ছিল না যেটা নিয়ে আপনি কথা বলছেন। যদি তেমনটা হত তা হলে ও রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারত না। অথবা আমাদের জানাত।''
এর পর সৌরাষ্ট্র কোচ জাডেজার পরিস্থিতি নিয়ে ব্যাখ্যাও করেন। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে রেলের বিরুদ্ধে সৌরাষ্ট্রের ম্যাচের আগের দু'দিন দলের সঙ্গে অনুশীলনও করেন জাডেজা। কোটাক বলেন, ‘‘আমাদের রঞ্জি ট্রফি ম্যাচ শুরু হওয়ার আগে ও দলের সঙ্গে টানা দু'দিন নেট সেশন করেছে। ও ব্যাট করেছে ফিল্ডিংও করেছে। টারদিন মাঠে ছিল ও। ওর স্কোর ওর সম্পর্কে বলে দেবে দুই ইনিংসে। ভাল ব্যাট করেছে এবং সেঞ্চুরিও করেছে।''
যদিও রবিবার বিসিসিআই-এর তরফে রবীন্দ্র জাডেজাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হয়েছে। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের জন্য তিনি তৈরিও জানানো হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে এই টেস্ট।
রবিবার বিসিসিআই-এর বার্তায় জানানো হয়, ‘‘জাডেজার বাঁ হাতের সমস্যার অনেক উন্নতি হয়েছে। এবং তিনি মেলবোর্ন টেস্টে খেলতে পারবেন।'' প্রথম টেস্টে দারুণ বল করা রবিচন্দ্রন অশ্বিন এখনও পুরো ফিট নন বলেই জানা গিয়েছে।