Listen to the latest songs, only on JioSaavn.com
 

Live Update, প্রথম টি২০: ব্যাটিং ধসে ৪ রানে প্রথম টি২০ হেরে গেল ভারত

Updated: 27 January 2019 16:20 IST

প্রথম টি২০তে হার ভারতের। বৃষ্টির জন্য ম্যচের ওভার কমে হয়েছিল ১৭। ভারতের সামনে টার্গেট ছিল ১৭৪ রানের। ৪ রানে হারতে হল ভারতকে।

Live Update,1st T20I: India Vs Australia in the first T20I at The Gabba in Brisbane
প্রথম টি২০র প্রস্তুতি শেষ, এ বার শুধু নেমে পড়ার পালা © টুইটার

অস্ট্রেলিয়া দলের সামনে রয়েছে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো সিরিজই হেরেছে অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ আত্মবিশ্বাসী ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। তিনি বলেন, ‘‘এটা আমাদের জন্য একটা সুযোগ নিজেদের প্রমাণ করার। আক্রমণাত্মক খেলে ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়া।''

ব্রিসবেনের গাব্বায় ভারত হয়ত তিন স্পিনারেই খেলবে। মঙ্গলবার ১২ জনের দল ঘোষণা করার পর থেকে তা নিয়েই জল্পনা তুঙ্গে ছিল। এই ১২ জনের ভারতীয় দলে রাখা হয়েছে তিন স্পিনার কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও ক্রুনাল পাণ্ড্যেকে। তার সঙ্গে রয়েছেন ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরা। কিন্তু যুজবেন্দ্র চাহালকে বাদ দিয়েই ১১ জনের দল তৈরি করল টিম ম্যানেজমেন্ট।

আর এ বার অস্ট্রেলিয়া সফরে ভারতের বোলিং শক্তির দিকেই তাঁকিয়ে গোটা বিশ্ব। ভারতের সাফল্য নির্ভর করছে ভারতের বোলারদের উপর। যে কারণে পাঁচ বোলারের কথা ভাবা হচ্ছে। ক্রুনাল পাণ্ড্যে থাকলে বাড়তি ব্যাটসম্যানও পাওয়া যায় লোয়ার অর্ডারে। সে কারণে ক্রুনালের থাকার সম্ভাবনা রয়েছে।

১৭ ওভারে ভারতের সামনে ছিল ১৭৪ রানের টার্গেট। কিন্তু নির্ধারিত ওভারে ১৬৯ রানেই থামতে হল ভারতকে।

১৬.৪ ওভার: ৩০ রানে আউট দীনেশ কার্তিক।

১৬.৩ ওভার: ২ রান করে আউট ক্রুনাল পাণ্ড্যে।

১৫.৩ ওভার: ২০ রান করে আউট হন ঋষভ পন্থ। টাইয়ের বলে বেহেনড্রফকে ক্যাচ দিয়ে আউট হলেন ঋষভ। চাপে ভারত।

১৫ ওভার: ভারত ১৫০/৪।

১৩ ওভারে চার উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক।

১১.৪ ওভার: ৭৬ রান করে আউট হলেন শিখর ধাওয়ান। স্তানলেকের বলে বেহেনড্রফকে ক্যাচ দিয়ে ফিরলেন শিখর।

১০.৫ ওভার: জাম্পার বলে লিনকে ক্যাচ দিয়ে ৪ রান করে আউট হলেন বিরাট কোহলি।

১০ ওভার: ভারত ৯৩/২।

৮.২ ওভার: লোকেশ রাহুল আউট।  জাম্পার বলে ১৩ রান করে স্টাম্প আউট হলেন তিনি। ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি।

৭.৩ ওভার: হাফ সেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান।

৫ ওভার: ভারত ৪১/১। ৩২ রানে ব্যাট করছেন শিখর ধাওয়ান, ১ রানে লোকেশ রাহুল।

৪.১ ওভার: ৭ রানে আউট রোহিত শর্মা। বেহেনড্রফের বলে ফিঞ্চকে ক্যাচ দিয়ে ফিরলেন ভারতের সহ-অধিনায়ক।

১ ওভার: ভারত ১১/০। রোহিত ৩ ও ধাওয়ান ৮ রানে ব্যাট করছে। 

ভারতের হয়ে ওপেন করতে নেমে পড়লেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

১৭ ওভার: অস্ট্রেলিয়া থামল ১৫৮/৪এ। ভারতের সামনে ১৭ ওভারে ১৭৪ রানের টার্গেট।

১৬.২ ওভার: পাঁচ বল খেলতে নেমেই আউট হলেন ম্যাক্সওয়েল। বুমরার বলে ভুবনেশ্বরকে ক্যাচ দিয়ে ৪৬ রান করে ফিরলেন ম্যাক্সওয়েল। 

বৃষ্টি কমেছে গাব্বায়। আর কিছুক্ষণের মধ্যেই খে‌লা শুরু হবে। তবে বৃষ্টির জন্য ওভার কমিয়ে ১৭ করে দেওয়ায় আর মাত্র পাঁচ বল খেলতে নামবে অস্ট্রেলিয়া।

১৬.১ ওভার: অস্ট্রেলিয়া ১৫৩/৩।

১৬.১ ওভার: গাব্বায় বৃষ্টি শুরু। পিচ ঢেকে ফেলা হয়েছে। ম্যাক্সওয়েল ও স্তইনিসের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়া। ৪৬ রানে ম্যাক্সওয়েল ও ৩০ রানে স্তইনিস ব্যাট করছেন। আপাতত খেলা বন্ধ।

১৫ ওভার: অস্ট্রেলিয়া ১৩৫/৩। 

১৪ ওভার: ক্রুনাল পাণ্ড্যেকে পর পর তিনটি ছক্কা হাঁকালেন ম্যাক্সওয়েল। এক ওভারে ২৩ রান এল।

১০.১ ওভার: আবার কুলদীপ যাদব। এ বার কুলদীপের বলে কুলদীপকেই ক্যাচ দিয়ে আউট হলেন ক্রিস লিন। করলেন ৩৭ রান।

১০ ওভার: অস্ট্রেলিয়া ৭৫/২।

৮.৩ ওভার: কুলদীপ যাদবের অসাধারণ বলে খলিল আহমেদকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন ফিঞ্চ। ২৭ রান করলেন। অস্ট্রে‌লিয়া ৬৪/২।

৫ ওভার: অস্ট্রেলিয়া ৩১/১। ১৯ রানে ব্যাট করছেন ফিঞ্চ ও ৫ রানে লিন।

৪.১ ওভার: খলিল আহমেদের প্রথম বলেই আউট শর্ট। ১২ বলে ৭ রান করে খলিলের বলে কুলদীপ যাদবকে ক্যাট দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন শর্ট।

৩.১ ওভার: বুমরার বলে ফিঞ্চের ক্যাচ ফেলেন বিরাট কোহলি।  ১ রানে ব্যাট করছিলেন ফিঞ্চ।

১ ওভার: বল হাতে ভাল শুরু করলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারে মাত্র ১ রান দিলেন তিনি।

খেলা শুরু।

ভারতের প্রথম দল: বিরাট কোলহি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ক্রুনাল পাণ্ড্যে, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা ও খলিল আহমেদ।

Comments
হাইলাইট
  • শুরু হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ের প্রথম ধাপ
  • টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি
  • সিরিজ শুরু হল টি২০ ম্যাচ দিয়ে
সম্পর্কিত খবর
ভারতের হারে মজা করে কী বললেন বীরেন্দ্র সেহবাগ?
ভারতের হারে মজা করে কী বললেন বীরেন্দ্র সেহবাগ?
ভারত বনাম অস্ট্রেলিয়া: প্রথম টি২০ চার রানে হেরে শুরুতেই ধাক্কা খেল ভারত
ভারত বনাম অস্ট্রেলিয়া: প্রথম টি২০ চার রানে হেরে শুরুতেই ধাক্কা খেল ভারত
দেখুন, কী ভাবে নিশ্চিত ক্যাচ ফেললেন বিরাট কোহলি
দেখুন, কী ভাবে নিশ্চিত ক্যাচ ফেললেন বিরাট কোহলি
প্রথম টি২০, প্রিভিউ: ভারত-অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচের জন্য তৈরি গাব্বা
প্রথম টি২০, প্রিভিউ: ভারত-অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচের জন্য তৈরি গাব্বা
Live Update, প্রথম টি২০: ব্যাটিং ধসে ৪ রানে প্রথম টি২০ হেরে গেল ভারত
Live Update, প্রথম টি২০: ব্যাটিং ধসে ৪ রানে প্রথম টি২০ হেরে গেল ভারত
Advertisement