
তৃতীয় টেস্টের আগে রবি শাস্ত্রীর মন্তব্যে রীতিমতো ক্ষোভ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে রবি শাস্ত্রী প্রথম দুই টেস্টে রবীন্দ্র জাডেজাকে না খেলানোর বিষয়ে মন্তব্য করেছেন। এবং সেখানে তিনি বলেন জাডেজার চোট ছিল, সে কারণে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। পার্থ টেস্টে রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন না থাকায় জাডেজা যে দলে ঢুকবেন সে ব্যাপারে নিশ্চিতই ছিল সকলে। কিন্তু তাঁকে বাইরে রেখে দল তৈরি করায় বিশ্ব জুড়ে সমালোচনা হয়েছিল দল গঠন নিয়ে। তারই কারণ এদিন বলার চেষ্টার করে এ দিন নতুন করে সমস্যায় ভারতের কোচ।
রবি শাস্ত্রী রবিবার বলেন, ‘‘জাডেজা অস্ট্রেলিয়ায় আসার চারদিন পর হাতের চোটের জন্য ইনজেকশন নিয়েছে। যার জন্য একটু সময় লাগবে। পার্থে আমাদের মনে হয়েছিল ও ৭০-৮০ শতাংশ ফিট।আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি সে কারণে। এখানে যদি ও ৮০ শতাংশও ফিট থাকে তাহলে খেলবে।''
এর পরই টুইটারে শুরু হয়ে যায় সমালোচনা। দেখুন ফ্যানরা কী বলছেন।
They come up with an excellent excuse after every defeat. Why was Jadeja taken of he was carrying an injury? Kuldeep is taken to warm up the benches if both the front line spinners are unavailable? https://t.co/cedBbdmKjr
— Avinash Sharma (@avinashrcsharma) December 23, 2018
If Jadeja wasn't 100 percent fit for Perth Test, why was he in the 13 and not Kuldeep Yadav? From @cricketwallah
— Imran (@imranbota24) December 23, 2018
Unfit Jadeja was doing fielding as a sub, what a terrible excuse to defend selection.
— Sunil Singh (@Sunil_1984_) December 23, 2018
Kuldeep is there for sight-seeing.
Coach and captain are busy in show off one issue macho statements other wreck havoc on field.
So called Coach shastri said that jadeja was not even 80% fit to play the Perth test.
— (@madhu7781) December 23, 2018
If that's the reason then why was he always on the field as the 12th man, shouldn't he rest ?
Lame excuse .
Such a Coward coach can't accept own fault #AUSvIND
"Are We Blind" ? Ravi Shastri to save his Skin Said That non Choosing Ravindra Jadeja ,He is 70% Fit Only. As we all Know That Ravindra Jadeja Gone to Australia after Taking Wickets In Recent Ranji Matches. KKRao pic.twitter.com/Hw6IqMspj2
— k kumar rao (@kkrao3107K) December 23, 2018
সাংবাদিক সম্মেলনে রবি শাস্ত্রী এও দাবি করেন, তাঁর দলের ওপেনাররা দায়িত্ব নিয়ে ব্যাট করবেন এবং বিরাট কোহলির উপর থেকে চাপ কমাবেন। তাঁকে ওপেনারদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ওরা যথেষ্ট অভিজ্ঞ। এটা চিন্তার বিষয় তো বটেই। তবে গত কয়েক বছরে ওদের অনেক সুযোগ দেওয়া হয়েছে যাতে ওরা নিজেরে তৈরি করে নিতে পারে। দেখতে তুমি কতটা মানসিকভাবে শক্তিশালী।''
তবে মায়াঙ্কর আগরওয়া চলে আসায় যে লোকেশ রাহুল আর মুরলী বিজয়ের মধ্যে এক জনকে বাইরে বসতে হতে পারে। পৃথ্বী শ-র শুরুতেই চোট হয়ে যাওয়ায় ভারতের ওপেনিং বড় ধাক্কা খেয়েছিল। যদিও তাঁকে ছাড়াই প্রথম টেস্ট জিতে নিয়েছিল ভারত। একাই খেলে দিয়েছিলেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় টেস্টে যে দায়িত্বটা তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু তাতে জয় আসেনি।