Listen to the latest songs, only on JioSaavn.com
 

বৃষ্টির জন্য শুরু করা গেল না অনুশীলন ম্যাচ, জিমেই সময় কাটালেন বিরাটরা

Updated: 28 November 2018 15:03 IST

৬ ডিসেম্বর অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

India vs Australia: The Indian skipper posted a photograph on social media of their gym session
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে চার দিনে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল আজ © টুইটার

প্রথম দিনই বৃষ্টির জন্য ভেস্তে গেল খেলা। টেল্ট সিরিজ শুরুর আগে চার দিনের অনুশীলন ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সিডনির বৃষ্টি তা আর শুরু হতে দিল না। যে ভাবে প্রথম দুটো টি২০ বৃষ্টির জন্য প্রভাবিত হয়েছে। প্রথম ম্যাচ তাও ওভার কমিয়ে খেলানো সম্ভব হয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচ বৃষ্টির পর আর শুরু করাই যায়নি। বাতিল করে দিতে বাধ্য হয়েছে আয়োজকরা। যে কারণে শেষ ম্যাচ কার্যত ফাইনালের রূপ নিয়েছিল। যা জিতে সিরিজ ১-১ শেষ করে ভারত। সেই বৃষ্টি এ বার কোপ বসাল ভারতের অনুশীলন ম্যাচের প্রথম দিন। কিন্তু ভারতীয় দলের অনেকেই সময় নষ্ট না করে চলে যান জিমে। বিরাট কোহলি, ইশান্ত শর্মা ও মুরলী বিজয় জিমেই গা ঘামিয়ে নেন।

ভারত অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লেখেন, ‘‘বৃষ্টি দেখে মনে হচ্ছে না কমবে তাই আমরা আমাদের অন্যরকম ভাবে কাটানোর সিদ্ধান্ত নিলাম। ছেলেদের সঙ্গে দারুম ওয়ার্ক আউট হল।''

আজ থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এই ম্যাচের পর দল উড়ে যাবে অ্যাডিলেডের উদ্দেশে প্রথম টেস্ট খেলতে। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজ।

ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ ১-১এ শেষ হওয়ার পর ইশান্ত শর্মা, মুরলী বিজয়সহ অনেকেই দলের সঙ্গে টেস্ট খেলার জন্য যোগ দিয়েছেন।

টি২০ সিরিজ শুরুর আগে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে সিডনি পাঠানো হয়েছিল যাতে টেস্ট ব্যাটসম্যানরা নিজেদের প্রস্তুতি ভাল মতো সারতে পারেন। সেই তালিকায় ছিলেন ওপেনার মুরলী বিজয়, পৃথ্বী শ, সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে, পেসার ইশান্ত শর্মা ও মহম্মদ শামিরা বাঙ্গারের অধীনে টেস্ট সিরিজের প্রস্তুতি নিয়েছেন।

দুই দেশের টেস্ট দল

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, রোহিত শর্মা। ঋষভ পন্থ, পার্থিব প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা। উমেশ যাদব, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার।

অস্ট্রেলিয়া দল (প্রথম ও দ্বিতীয় টেস্টের জন্য): টিম পাইন (অধিনায়ক), মিচেল মার্শ, জোস হ্যাজেলউড, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব। মার্কাস হ্যারিস, ত্রাভিস হেড, উসমান খোয়াজা, নাথান লিও, শন মার্শ, পিটার সিডল, মিচেল স্টার্ক, ক্রিস ট্রেমেইন।

Comments
হাইলাইট
  • সিডনিতে চার দিনের ওয়ার্ম-ম্যাচের প্রথম দিন বৃষ্টির জন্য টসও হল না
  • ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর অ্যাডিলেডে
  • বিরাট কোহলির নেতৃত্বে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত
সম্পর্কিত খবর
লকডাউন নিয়ে ৪০ জন ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি
লকডাউন নিয়ে ৪০ জন ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
বিরাট কোহলি-পিটারসেনের লাইভ চ্যাটের মধ্যে ঢুকে পড়লেন অনুষ্কা শর্মা!
অনুষ্কা শর্মার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট কোহলি আবার সাবধান করলেন সবাইকে
অনুষ্কা শর্মার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট কোহলি আবার সাবধান করলেন সবাইকে
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
লকডাউনের মধ্যেও স্বস্তি খুঁজে পাচ্ছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
লকডাউনের মধ্যেও স্বস্তি খুঁজে পাচ্ছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
Advertisement