
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টএকদিনের ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেল মহম্মদ সিরাজের। কিন্তু শুরুটা আশানুরূপ হল না তাঁর। মাস্ট উইন ম্যাচে ৭৬ রান দিয়ে বসলেন নিজের ওভারে। ১০ ওভারেএল না একটিও উইকেট। যেটা মেনে নিতে পারছেন না সমর্থকরা। শুরু হয়ে যায় টুইটারে সমালোচনা। সমর্থকদের মধ্যে এই দলে মহম্মদ সিরাজ একটি বাধা। দেখুন কী লিখেছেন সমর্থকরা।
Expectation Reality #INDvAUS #INDvsAUS #mohammedsiraj pic.twitter.com/GlNQI9OL9W
— Chaitanya Nirfarake (@ImchaitRohitian) January 15, 2019
Unless there's a magical wicket taking spell of miserly bowling for the last 6 overs, #TeamIndia is going to be chasing a score well over 300. Resting #Bumrah has come back to bite the team. Mohammed Siraj has a lot of potential but his line has been erratic today. #AUSvIND
— TANSEN (@tanny_habib) January 15, 2019
Nation demands a Koffee With Karan for Mohammed Siraj.
— AR Hemant (@arhemant) January 15, 2019
@BCCI @ICC @cricbuzz #AusvIndia Run machines for team India:
— I'm Bruce Wayne (@ImBruceWayne2) January 15, 2019
Then: Umesh Yadav
Now: Mohammed Siraj
May be Mohammed Siraj isn't good as i thought like most of the domestic pacers!#AUSvIND
— Brainfaden Smith (@brainfadesmith) January 15, 2019
মঙ্গলবার টস জিতে অ্যাডিলেডে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা যদিও ভাল হয়নি হোম টিমের। প্রথম ম্যাচের মতই দুই ওপেনার দ্রুত ফিরে যান প্যাভেলিয়নে। ক্যারি ১৮ ও ফিঞ্চ ৬ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে উসমান খোয়াজা ২১ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। একাই লড়াই চালাচ্ছেন শন মার্শ। সেরে ফেলেছেন সেঞ্চুরিও। ৫০ ওভারের শেষে অস্ট্রেলিয়া ২৯৮/৯।
মার্শ যখন ব্যাট করতে নেমেছিলেন তখন অস্ট্রেলিয়ার রান ছিল ২৬/২। সেখান ১১টি বাউন্ডারি ও তিনটি ছক্কার দাপটে ১৩১ রানের ইনিংস খেলেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ৬৫ বলে ৯৪ রানের পার্টনারশিপ করেন মার্শ।
ভারতের হয়ে চার উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। ৪৫ রান দিয়ে চার উইকেট নেন তিনি। তিন উইকেট নিলেন মহম্মদ শামি। তিনি দেন ৫৮ রান। এক উইকেট রবীন্দ্র জাডেজার। খলিল আহমেদের জায়গায় দলে এসেছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু তিনি কোনও উইকেট পাননি।