MS Dhoni
 

কেন রেগে গেলেন ক্যাপ্টেন কুল, দেখুন সেই ভিডিও

Updated: 16 January 2019 17:17 IST

খলিল আহমেদ পিচের উপর দিয়ে হাঁটছেন দেখে রেগে গিয়ে রীতিমতো হাতই চালিয়ে দেন ধোনি।

India vs Australia: Former Indian captain lost his cool while chasing a 299-run - Watch
খলিল আহমেদ ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন © ফাইল চিত্র/টুইটার

এমএস ধোনির আর একটি নাম হয়ে গিয়েছিল ক্যাপ্টেন কুল। তাঁর ঠান্ডা মাথায় সব কিছু ম্যানেজ করার ক্ষমতাই তাঁকে বাকি অধিনায়কদের থেকে আলাদা করে তুলেছিলেন। প্রথম ওডিআই শুরুর দু'দিন আগেই সহ-অধিনায়ক রোহিত শর্মা সেটা আরও একবার মনে করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ধোনি দলে থাকা মানে ড্রেসিংরুমে একটা শান্তির পরিবেশ তৈরি হয়। সেই ধোনিকেই দেখা গেল দ্বিতীয় ওডিআই-এ মেজাজ হারাতে। শেষ মুহূর্তের খেলা চলছিল তখন। ব্যাট করছিলেন ধোনি আর দীনেশ কার্তিক। প্রচন্ড গরমে জল পানের বিরতিতে মাঠে জল নিয়ে এসেছিলেন খলিল আহমেদ। তিনি পিচের উপর দিয়ে হাঁটছেন দেখে রেগে গিয়ে রীতিমতো হাতই চালিয়ে দেন ধোনি। তবে খলিলকে মারার জন্য নয়, পিচ থেকে নেমে যাওয়ার জন্য।

শেষ পর্যন্ত ধোনি ও কার্তিক ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। উইনিং রান এসেছিল ধোনির ব্যাট থেকেই। ৫৪ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। কার্তিক অপরাজিত ছিলেন ২৫ রানে। কিন্তু টানটান উত্তেজনার মুহূর্তে জল নিয়ে মাঠে গিয়েছিলেন খলিল।

দেখুন সেই ভিডিও:

বিরাট কোহলির ৩৯তম সেঞ্চুরি, ধোনির হাফ সেঞ্চুরির সুবাদে চার বল বাকি থাকতেই ২৯৯ রানের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত। কোহলি ও ধোনির পার্টনারশিপে আসে ৮২ রান। শেষ ওভারে জিতে ভারত সিরিজে সমতায়ও ফিরেছেয় সিডনিতে প্রথম ওডিআই ৩৪ রানে হেরে গিয়েছিল ভারত। অ্যাডিলেডে ছয় উইকেটে জয় ছিনিয়ে নেয়। মেলবোর্নে শেষ ম্যাচ এখন কার্যত ফাইনাল ভারত ও অস্ট্রেলিয়া দুই দলের সামনে।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর এ বার ভারতের সামনে লক্ষ্য ওডিআই সিরিজ জিতে সফর শেষ করা।

Comments
হাইলাইট
  • দ্বিতীয় ওডিআই-এ এমএস ধোনির ব্যাট থেকেই জয়ের রান এসেছিল
  • ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এই মুহূর্তে ১-১
  • তৃতীয় ম্যাচ মেলবোর্নে শুক্রবার
সম্পর্কিত খবর
সৌরভ গঙ্গোপাধ্যায় মহেন্দ্র সিংহ ধোনি নিয়ে কথা বলবেন শুনে হাসলেন বিরাট কোহলি
সৌরভ গঙ্গোপাধ্যায় মহেন্দ্র সিংহ ধোনি নিয়ে কথা বলবেন শুনে হাসলেন বিরাট কোহলি
India vs South Africa: ‘‘খাঁটি ভারতীয় কিংবদন্তির সঙ্গে’’ ছবি টুইট রবি শাস্ত্রীর
India vs South Africa: ‘‘খাঁটি ভারতীয় কিংবদন্তির সঙ্গে’’ ছবি টুইট রবি শাস্ত্রীর
ধোনি কি অবসর নিয়েছেন? প্রশ্ন ছুড়ে দিলেন প্রাক্তন পাক-অধিনায়কের স্ত্রী
ধোনি কি অবসর নিয়েছেন? প্রশ্ন ছুড়ে দিলেন প্রাক্তন পাক-অধিনায়কের স্ত্রী
এমএস ধোনির সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন Sourav Ganguly
এমএস ধোনির সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন Sourav Ganguly
নেতিবাচকতা ও হতাশার সঙ্গে কীভাবে লড়েন, জানালেন মহেন্দ্র সিংহ ধোনি
নেতিবাচকতা ও হতাশার সঙ্গে কীভাবে লড়েন, জানালেন মহেন্দ্র সিংহ ধোনি
Advertisement