
ক্রিকেট অস্ট্রেলিয়া চায় অ্যাডিলডকে দিন-রাতের টেস্ট ভেন্যু বানাতে। এই স্টেডিয়ামে যে টেস্টই হবে সেটা দিন-রাতের হবে। তাদের আশা পরবর্তী সময়ে যখন ভারতর আবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট ম্যাচ খেলতে আসবে তখন যেন দিন-রাতের টেস্ট খেলতে রাজি হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফকেভিন রবার্টস শুক্রবার ভারতকে এই বিষয়ে আরও একবার ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন। প্রথম দিনের দর্শকের সংখ্যা দেখে আরও বেশি এই বার্তা দিতে চেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া প্রথমে এই পুরো সিরিজটিকেই গোলাপী বলে করার কথা ভেবেছিল। কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেও ভারত।
এই মুহূর্তে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত। কিন্তু এখনও গোলাপী বলের টেস্ট খেলেনি তারা। এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচে টেস্টেই সেই ঝুঁকিও নিতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
গত তিন বছরে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের প্রথম দিন দর্শক সংখ্যাছিল ৪৭, ৩২ ও ৫৫ হাজার। কিন্তু ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবার সেটা ছিল ২৪ হাজার। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফের মতে, রাতে দর্শকদের খেলা দেখার আগ্রহ অনেকটাই বেশি থাকে।
তিনি বলেন, ‘‘দর্শকরা সব সময়ই পার্থক্য গড়ে দেন। ওরা বুঝিয়ে দিয়েছে ওরা কী চায়। আমরা ভবিষ্যতে আগের মতই দর্শক দেখতে চাই মাঠে।''
রবার্ট বলেন, তিনি আশা করেন ভারতকে তিনি রাজি করাতে পারবেন অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলার জন্য। ভারতের পরের অস্ট্রেলিয়া সফর রয়েছে ২০২০-২১এ।
তিনি বলেন, ‘‘আশা করি ফ্যানদের সেন্টিমেন্টটা বুঝবে ভারত। আমরা এটা বুঝি তাদের টেস্ট সম্পর্কে আলাদা মতামত রয়েছে। তবুও আশা করতে পারি।''
রবার্ট জানান, একমাত্র ভারত যারা এখনও দিন-রাতের টেস্ট খেলেনি। ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বাস করে এ ভাবে টেস্ট ম্যাটের আগ্রহ আবার ফিরিয়ে আনতে হবে।
২০১৫ থেকে অস্ট্রেলিয়া চারটি দিন-রাতের টেস্ট খেলেছে। তারমধ্যে তিনটি অ্যাডিলেডে। তিনটিও তারা জিতে নিয়েছিল। আর ব্রিসবেনে একটি ডে নাইট টেস্ট খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে।