Asian Games: ৪x৪০০ মিটার মিক্সড টিম রিলেতে ভারত রুপোর বদলে সোনা পাবে

Updated: 20 July 2019 17:14 IST

সেই ফাইনালে বাহরিন সোনা জিতেছিল ৩:১১:৮৯ সময় করে। ভারতীয় দল সময় করেছিল ৩:১৫:৭১।

Asian Games: India
ভারতীয় দল রুপো জিতেছিল © এএফপি

২০১৮-র এশিয়ান গেমসে (Asian Games 2018) ৪x৪০০ মিটারের মিক্স টিম রিলে ইভেন্টে (Mix Team Relay Event) রুপো জিতেছিল ভারত।কিন্তু সেই রুপো এ বার সোনা হতে চলেছে। কারণ সোনাজয়ী দলের এক সদস্যকে নির্বাসিত করা হয়েছে। এক জন নির্বাসিত হওয়ায় পুরো দলই সেই ইভেন্ট থেকে বাতিল হয়ে যাচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে সোনাও। অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট (এআইইউ) বাহরিনের ওলুওয়াকেমি আদেকোয়াকে চার বছরের জন্য নির্বাসিত করেছে। যার ফলে ২৪ অগস্ট ২০১৮ থেকে ২৬ নভেম্বর ২০১৮-র মধ্যে তাঁর অংশ নেওয়া সব প্রতিযোগিতার ফল আর গ্রাহ্য হবে না। ৪x৪০০ মিটার মিক্স টিম ইভেন্টের ফাইনাল এশিয়ান গেমসে হয়েছিল ২৮ অগস্ট ২০১৮। ইন্দোনেশিয়ার জাকার্তায় সে বার হয়েছিল এশিয়ান গেমস।

১৫ দিনে চারটে সোনা হিমা দাসের

সেই ফাইনালে বাহরিন সোনা জিতেছিল ৩:১১:৮৯ সময় করে। ভারতীয় দল সময় করেছিল ৩:১৫:৭১। ভারতের সেই দলে ছিলেন হিমা দাস। সম্প্রতি আন্তর্জাতিক স্তরে পর পর সোনা জিতেছেন তিনি। হিমা ছাড়াও সেই দলে ছিলেন মহম্মদ আনাস, এমআর পুভাম্মা ও আরোকিয়া রাজীব। 

ওয়ার্ল্ড ইউনির্ভাসিয়েড আমার কাছে দ্বিতীয় অলিম্পিক্সের মতো, বললেন দ্যুতি চাঁদ

রেসের শেষে সেই সময়ই ভারত তাদের রাস্তা আটকানোর অভিযোগ তুলেছিল। অভিযোগ ছিল বাহরিনের স্প্রিন্টার হিমা দাসের রাস্তায় রেসের সময় বাঁধার সৃষ্টি করেছিল। কিন্তু সেই সময় সেই অভিযোগ গ্রাহ্য হয়নি এবং ভারত দ্বিতীয় হয়েই শেষ করেছিল।

Comments
হাইলাইট
  • ভারতের এশিয়া‌ন গেমসে পাওয়া রুপো বদলে সোনা হতে চলেছে
  • বাহরিনের হাত থেকে যেতে চলেছে সোনা
  • ২৮ অগস্ট, ২০১৮তে হয়েছিল এই ইভেন্টের ফাইনাল
সম্পর্কিত খবর
অলিম্পিকের আগে পরিস্থিতিকে জটিল না করার উপদেশ গগন নারাংয়ের
অলিম্পিকের আগে পরিস্থিতিকে জটিল না করার উপদেশ গগন নারাংয়ের
অনুষ্কা শর্মার টুইটে কী জবাব দিলেন হিমা দাস
অনুষ্কা শর্মার টুইটে কী জবাব দিলেন হিমা দাস
ভারতের জন্য আরও পদক জয়ের প্রতিশ্রুতি হিমা দাসের
ভারতের জন্য আরও পদক জয়ের প্রতিশ্রুতি হিমা দাসের
পাঁচটি সোনা জেতায় হিমাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর
পাঁচটি সোনা জেতায় হিমাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর
Asian Games: ৪x৪০০ মিটার মিক্সড টিম রিলেতে ভারত রুপোর বদলে সোনা পাবে
Asian Games: ৪x৪০০ মিটার মিক্সড টিম রিলেতে ভারত রুপোর বদলে সোনা পাবে
Advertisement