Listen to the latest songs, only on JioSaavn.com
 

Ashes 2019: চোট নিয়েই পঞ্চম টেস্ট খেলেছিলেন টিম পাইন ও পিটার সিডল

Updated: 18 September 2019 19:21 IST

পাইনের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরে রাখতে সমর্থ হয়েছে। ১৮ বছরে এই প্রথম ঘরের মাঠের বাইরে অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরে রেখেছে।

Tim Paine, Peter Siddle Played With Injuries In Fifth Ashes Test
Tim Paine পিটার সিডলের সঙ্গে দলেরও প্রশংসা করেছেন © এএফপি

শেষ টেস্ট জিতে ইংল্যান্ড সিরিজ ২-২ করে দেওয়ায় অস্ট্রেলিয়ার এই অ্যাশেজ জেতা হয়নি। সিরিজ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন খোলসা করেছেন তিনি এবং পিটার সিডল কীভাবে চোট পেয়ে ব্যথা নিয়ে ম্যাচে শেষ পর্যন্ত খেলেছেন। শেষ ম্যাচে পাইন এক ও ২১ রান করেন দুই ইনিংসে। জানান, তিনি খেলেছেন ভাঙা বুড়ো আঙুল নিয়ে। যদিও পাইন এটা জানাননি তাঁর কোন হাতের আঙুলে চোট রয়েছে। ক্রিকেট ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে পাইন বলেন, ‘‘আমা বুড়ো আঙুল টেস্টের শেষে দিকে ভেঙেছে কিন্তু ডিসপ্লেস হয়নি যেকারণে আমি দ্রুত অনুশীলনে ফিরতে পারব বলেই আশা করি।''

পাইনের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরে রাখতে সমর্থ হয়েছে। ১৮ বছরে এই প্রথম ঘরের মাঠের বাইরে অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরে রেখেছে।

Ashes 2019: প্রত্যাবর্তনের টেস্ট স্বর্ণাক্ষরে লেখা থাকল স্টিভ স্মিথের জন্য

পুরো সিরিজে পাইন দলের সব প্লেয়ারদের হার্ড ওয়ার্কের প্রশংসা করেছেন। পাইন প্রশংসা করতে ভোলেননি সিডলের। যিনি হিপের চোট নিয়ে পুরো ম্যাচে বল করে গিয়েছেন। শেষ টেস্টের প্রথম দিনই তাঁর চোট হয়েছিল ওভালে। 

পাইন বলেন, ‘‘পিটার সিডলের প্রথম দিন সকালেই চোট হয়েছিল।''

মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসন চূড়ান্ত সমালোচিত হওয়ায় শেষ ম্যাচের জন্য পিটার সিডলকে দলে নেন পাইন। পাইন বলেন, ‘‘ও দলের জন্য যেটা করেছে সেটা হিরোর মতো।''

বিরাট কোহলির সঙ্গে স্টিভ স্মিথের তুলনায় কী বললেন Jonty Rhodes

পাইন আরও বলেন, ‘‘ওকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ওর ক্ষমতা অনুযায়ী বল করতে না পারার জন্য। কিন্তু দল জানে ও কীভাবে খেলেছে। অনেকেই এই পরিস্থিতিতে আর বল করতেই নামত না। কিন্তু ও করেছে কারণ ও জোস হেজেলউড আর প্যটা কামিন্সের উপর বাড়তি চাপ দিতে চাননি। ও একজন সৈনিক। সিডস, এই জন্য আমরা ওকে এতো ভালবাসি।''

পাইন ও সিডলের সামনে অনেকটাই সময় রয়েছে সুস্থ হয়ে ওঠার জন্য। ২১ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া আর কোনও টেস্ট ম্যাচ খেলছে না।

Comments
হাইলাইট
  • টিম পাইন জানান, তিনি ভাঙা বুড়ো আঙুল নিয়ে খেলেছেন
  • শেষ টেস্টের প্রথম দিন চোট পান পিটার সিডলও
  • পাইন সিডলকে সৈনিক বলে ব্যাখ্যা করেছেন
সম্পর্কিত খবর
বিরাট কোহলির আক্রমণাত্মক সেলিব্রেশন দেখে অসহায় বোধ করছিলেন জাস্টি‌ন ল্যাঙ্গার
বিরাট কোহলির আক্রমণাত্মক সেলিব্রেশন দেখে অসহায় বোধ করছিলেন জাস্টি‌ন ল্যাঙ্গার
টিম পাইনের সিদ্ধান্তে অল্পের জন্য ডেভিড ওয়ার্নারের ভাঙা হল না লারার রেকর্ড
টিম পাইনের সিদ্ধান্তে অল্পের জন্য ডেভিড ওয়ার্নারের ভাঙা হল না লারার রেকর্ড
টিম পাইনের পিঙ্ক বল চ্যালেঞ্জে বিরাট কোহলির হয়ে ব্যাট ধরলেন Gautam Gambhir
টিম পাইনের পিঙ্ক বল চ্যালেঞ্জে বিরাট কোহলির হয়ে ব্যাট ধরলেন Gautam Gambhir
Ashes 2019: চোট নিয়েই পঞ্চম টেস্ট খেলেছিলেন টিম পাইন ও পিটার সিডল
Ashes 2019: চোট নিয়েই পঞ্চম টেস্ট খেলেছিলেন টিম পাইন ও পিটার সিডল
Ashes: ভুল রিভিউ নেওয়াতেই হার! অজি অধিনায়ককে একহাত নিলেন প্রাক্তনরা
Ashes: ভুল রিভিউ নেওয়াতেই হার! অজি অধিনায়ককে একহাত নিলেন প্রাক্তনরা
Advertisement